Tollywood: টলিপাড়ায় নতুন জুটি, সোমরাজ-আয়ূষীর অনস্ক্রিন রসায়ন

প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলিপাড়ার লাভবার্ড সোমরাজ মাইতি (Sontan Maity) এবং আয়ূষী তালুকদার (Ayushi Talukdar)। ছবির নাম আম্রপালি।ছবির পরিচালক রাজা চন্দ।সদ্যই শেষ হল…

প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলিপাড়ার লাভবার্ড সোমরাজ মাইতি (Sontan Maity) এবং আয়ূষী তালুকদার (Ayushi Talukdar)। ছবির নাম আম্রপালি।ছবির পরিচালক রাজা চন্দ।সদ্যই শেষ হল আম্রপালি’র শ্যুটিং।

Advertisements

ছবির বেশির ভাগ অংশের শ্যুটিং হয়েছে বোলপুর (Bolpur) এবং উত্তরবঙ্গে।ছবির মুখ্য চরিত্রে সোমরাজ ও আয়ুষী ছাড়াও অভিনয় করেছেন বনি সেনগুপ্ত।ছবির চিত্রনাট্য লিখেছেন রাজা চন্দ নিজেই। ত্রিকোণ প্রেম ও সেই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি।

   

সোমরাজ ও আয়ূষী প্রথমবার একসঙ্গে কাজ করে খুবই এক্সসাইটেড।একটি ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে এই ছবি তৈরি হলেও ছবিতে ব্যবহৃত রাজনৈতিক প্রেক্ষাপটটি এক অন্যমাত্রা দিয়েছে।ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।সূত্রের খবর,ছবিতে বেশ ভিন্ন একটি চরিত্রে দেখা মিলবে বনি সেনগুপ্তর।সোমরাজ-আয়ূষী অফস্ক্রিন রোম্যান্স অনস্ক্রিনে কতটা জমে এখন সেটাই দেখার।পরিস্থিতি স্বাভাবিক থাকলে খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পাবে আম্রপালি।