Tollywood: তবে কি বড়পর্দায় মীরজাফর!

মীরজাফর কে নিয়ে সিনেমা? যা মনে হচ্ছে তাতে মীরজাফর এই গল্পের প্রধান চরিত্র। যদিও ছবির(tollywood movie) গল্প নিয়ে এখনই কিছু বলা মুশকিল।  Advertisements নতুন ছবির…

মীরজাফর কে নিয়ে সিনেমা? যা মনে হচ্ছে তাতে মীরজাফর এই গল্পের প্রধান চরিত্র। যদিও ছবির(tollywood movie) গল্প নিয়ে এখনই কিছু বলা মুশকিল। 

Advertisements

নতুন ছবির ঘোষণা করলেন প্রযোজক রানা সরকার। অর্কদীপ, মল্লিকা নাথের নতুন ছবি মীরজাফর চ্যাপ্টার ২। আগামী ডিসেম্বর মাসে শুরু হতে চলেছে এই ছবির যাত্রা। এই ছবির ঘোষণা করে রানা জানিয়েছেন, এটা নতুন প্রজন্মের মূলধারার ছবি। অন্যান্য তথ্যও খুব তাড়াতাড়িই জানানো হবে। 

Advertisements

এই ছবির পোস্টারে দেখা যাচ্ছে দুটি লাইন। সেখানে লেখা আছে, ‘আমাদের গল্প শুনে খোকা ঘুমায় না, খোকার পিলে চমকে যায়।’ আন্দাজ করা যাচ্ছে, এই ছবির গল্প হবে রহস্য রোমাঞ্চে মোড়া।

শুধু তাই নয় আশা করা যাচ্ছে নতুন স্বাদের ছবি নিয়ে আসতে চলেছে তাদের এই নতুন প্রজেক্ট যা আবারো বাংলা ছবিকে অন্য মাত্রা দেবে।