Monday, December 8, 2025
HomeEntertainmentTollywood: নতুন ধারাবাহিকে ফিরছেন স্বস্তিকা-ক্রুশল জুটি

Tollywood: নতুন ধারাবাহিকে ফিরছেন স্বস্তিকা-ক্রুশল জুটি

- Advertisement -

Tollywood: কিছু কিছু জুটি কেমিস্ট্রি সবসময় সুপারডুপার হিট। এমনই এক জনপ্রিয় জুটি হল কর্ণ-রাধিকা জুটি। ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে এই জুটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে শুধু মন জয় বললে ভুল হবে। বরং বলা ভাল মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তাইতো আজ ধারাবাহিকটি শেষ হলেও কর্ণ-রাধিকা পপুলারিটিতে একটুও তার রেশ পরেনি। তাই যখন স্বস্তিকা জানালেন ‘ সিনেমা-ওয়েভ সিরিজের পর আবার ধারাবাহিকে ফিরছেন তিনি, তখন দর্শকরা ধরেই নিয়েছেন ক্রুশল মানে কর্ণর সঙ্গেই নতুন ধারাবাহিকে জুটি বেঁধে তিনি।

তবে কর্ণ-রাধিকা জুটি অনুরাগীদের জন্য একটু দুঃখের খবর, নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে রাধিকাকে দেখা গেলেও তাঁর বিপরীতে ক্রুশল নয় বরং দেখা যাবে অন্য কাউকে। কিন্তু কে সেই অভিনেতা তা এখনও জানা যায়নি। এমনকি কোনও সিরিয়াল তা এখনও পর্যন্ত জানা যায়নি।

   

পারব না আমি ছাড়তে তোকে’ দিয়ে কেরিয়ারের শুরু করেন স্বস্তিকা, তারপর ‘অভিমান’, ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘দুষ্মা দুগ্ন’, ‘ভজ গোবিন্দ ও ‘বিজয়িনী’ আর তারপর ‘কি করে বলব তোমায়’ সিরিয়ালে তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular