Tollywood: দেখা মিলবে পর্দায় অভিনয় ছাড়ছেন দীপু

Tollywood: অভিনয় ছেড়ে দিয়েছেন দীপু ওপফে রোহন ভট্টাচার্য। এমন খবরে ছয়লাপ স্টুডিও পাড়া। ছোট পর্দার জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য। ভজ গোবিন্দ’, ‘কলের বৌ’, ‘অপরাজিতা অপু’…

Actor Rohaan Bhattacharya

Tollywood: অভিনয় ছেড়ে দিয়েছেন দীপু ওপফে রোহন ভট্টাচার্য। এমন খবরে ছয়লাপ স্টুডিও পাড়া। ছোট পর্দার জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য। ভজ গোবিন্দ’, ‘কলের বৌ’, ‘অপরাজিতা অপু’ তাঁকে দর্শকের অন্দরমহলে পৌঁছে দিয়েছে। তিনি এখন বাংলার টেলিপ্রেমীদের ঘরের ছেলে। আর সেই ছেলে নাকি ঘর ছেড়ে দিচ্ছে। এমন খবরে মন খারাপ দর্শকদের। কিন্তু সত্যিটা কি? তা নিজের মুখেই জানিয়েছেন রোহান।

short-samachar

   

অভিনেতা বলেন, ‘ কে বা কারা আমায় নিয়ে এ রকম অপপ্রচার চালাচ্ছে, কিচ্ছু জানি না। কেন ছড়াচ্ছে এ রকম, তা-ও জানা নেই। যে মাধ্যম আমায় এত পরিচিতি দিল সেই মাধ্যম কখনও ছেড়ে যেতে পারি?’ তিনি আরও জানান, ‘ এই প্রজন্ম ওয়েব প্ল্যাটফর্মে বুঁদ। তাঁরও খুব ইচ্ছে, ওয়েব সিরিজ করবেন। তাই হইচই প্ল্যাটফর্মের আগামী সিরিজে অভিনয় করতে চলেছেন। একইসঙ্গে অনুরাগীদের আশ্বস্তও করেছেন, ‘‘ছোট পর্দায় ফেরার জন্য মুখিয়ে আছি। মনের মতো চরিত্র পেলেই আবার আপনারা রোজ সন্ধেয় আমায় দেখতে পাবেন।’’