Nusrat Jahan: কাজের মাঝেও ক্যাজুয়াল লুকে পুরুষদের হৃদয় বিগলিত করলেন টলিউড অভিনেত্রী 

কাজের মাঝে একটু বিশ্রাম সবারই প্রয়োজন হয়, সে কোনো বিশেষ ব্যক্তি হোক কিংবা সাধারণ মানুষ। তেমনই “কাজের মাঝে” কফির কাপ হাতে নিয়ে ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। এই অভিনেত্রীর সন্তান জন্মানোর পর থেকে তেমনভাবে তাকে রুপালি পর্দায় দেখতে পাওয়া যায়নি। কিন্তু অনুমান করা যাচ্ছে, বর্তমানে তিনি আবার বড় পর্দায় ফিরে আসতে চলেছে।

Advertisements

https://www.instagram.com/p/Cj8G3Xiv-83/?igshid=YmMyMTA2M2Y=

Advertisements

অভিনেত্রীরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সদ্য পোস্ট করা একটি ফটোতে দেখতে পাওয়া যাচ্ছে শুটিংয়ের ফাঁকে কফির কাপ হাতে ছবি তুলে পোস্ট করেছেন। ফোটোতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া সত্ত্বেও মাথায় সিঁদুর ও কপালে লাল টিপ বর্তমান। নুসরাতের ছবিটি পোস্ট হওয়া মাত্রই লাইক পেরিয়েছে ১৯হাজারের গন্ডি। অভিনেত্রীর এই ক্যাজুয়াল লুকে অভিনেত্রীর স্নিগ্ধতা ভরা দৃষ্টিতে কাবু হয়েছে বহু পুরুষ।