Tollywood: ছুটির মেজাজে জিতু-নবনীতা

খোশ মেজাজে জিতু,সঙ্গে রয়েছেন স্ত্রী নবনীতা (TOLLYWOOD actress)। পাহাড় ভ্রমণে বেরিয়েছেন দুজনে। রোজকার জীবনের মাঝে খানিক বিরতি নিতে ঘুরতে বেড়াচ্ছেন পাহাড়ে ।  সম্প্রতি “অপরাজিত” ছবিতে…

Tollywood: ছুটির মেজাজে জিতু-নবনীতা

খোশ মেজাজে জিতু,সঙ্গে রয়েছেন স্ত্রী নবনীতা (TOLLYWOOD actress)। পাহাড় ভ্রমণে বেরিয়েছেন দুজনে। রোজকার জীবনের মাঝে খানিক বিরতি নিতে ঘুরতে বেড়াচ্ছেন পাহাড়ে । 

সম্প্রতি “অপরাজিত” ছবিতে অভিনয় করার পর থেকেই জিতু কামালকে ঘিরে আলোচনা সর্বজনবিদিত । এরপর থেকেই টলিউডের তাকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট এর কথা ভাবা হচ্ছে। অর্থাৎ এখন অভিনয় জগতে যথেষ্ট সক্রিয় রয়েছেন জিতু তবে কঠোর পরিশ্রমের মাঝে বিরতি না নিলে কি চলে? সেই বিরতি নিতেই পাহাড়ের বুকে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে গিয়েছেন দুজনে। সেখানে গিয়েই বানিয়েছেন একটি ছোট্ট রিল যেখানে একে অপরের প্রতি শুধু ভালবাসাই নয় চোখে পড়ছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ।

https://www.instagram.com/reel/Cku-eSfB_z-/?utm_source=ig_web_copy_link

Advertisements

অন্যদিকে বহুদিন অভিনয় জগতে দেখা যায়নি স্ত্রী তথা অভিনেত্রী নবনীতাকে। “অপরাজিত” র মুক্তির পর স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেত্রী। জিতু থেকে “অপরাজিত” ছবির সত্যজিৎ রায় হয়ে ওঠার পুরো যাত্রা নিজের ভাষায় জানিয়েছিলেন নেট মাধ্যমে। এরপর নবনীতা কেও আদর্শ স্ত্রীর উপাধি দেন নেটিজেনরা। খানিক প্রশংসা পেয়েছেন তিনি ও।