Sean Banerjee: বড় পর্দায় এন্ট্রি নিচ্ছেন জানালেন শেন ব্যানার্জি

খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে সুপ্রিয়ার নাতিকে ( Sean Banerjee )। তবে কোন সিনেমা? কোন চরিত্রে? সে সব কোনটাই খোলসা করে বলতে নারাজ শেন ব্যানার্জি।…

Sean Banerjee

খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে সুপ্রিয়ার নাতিকে ( Sean Banerjee )। তবে কোন সিনেমা? কোন চরিত্রে? সে সব কোনটাই খোলসা করে বলতে নারাজ শেন ব্যানার্জি। তবে তিনি বড়পর্দায় আসছেন একথা নিশ্চিত। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো’তে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই তিনি বলেন ‘খুব শীঘ্রই বড়পর্দায় এন্ট্রি নিতে চলেছেন তিনি’।

Advertisements

উচ্ছেবাবুকে কেক খাওয়ানো ,ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ডিনার ডেট মিঠাইয়ের জন্মদিনের স্পেশ্যাল মুহূর্ত

   

বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ শেন ব্যণার্জী। শুধু তাই নন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি তিনি । এক এর পর এক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে, ( Sean Banerjee )যেমন আমি সিরাজ এর বেগম, এখানে আকাশ নীল । এখন তাকে দেখা যাচ্ছে মন ফাগুন ধারাবাহিকে, দর্শক এর মন জয় করে ধারাবাহিকটি হয়ে উঠেছে ভীষণ জনপ্রিয় ।

জিৎ থেকে ঋতুপর্ণা-টলিউড কীভাবে করলেন মহাদেবের আরাধনা দেখে নিন

দিল্লি কলেজ অফ আর্টস-এর ফাইন আর্টস বিষয়ের প্রাক্তন ছাত্র শন। ( Tollywood Gossip )অভিনয়ের পাশাপাশি সময় পেলেই বসে পড়েন ছবি আঁকতে। একবার সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, “পেন অ্যান্ড ইঙ্ক, পেনসিল স্কেচ আমার খুব প্রিয়া। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে মনোক্রোম খুবই পছন্দ করি। আমার প্রায় সমস্ত ছবি মনোক্রোম, কালার খুব কম পাওয়া যাবে।”