Tollywood Gossip: ‘ঠিক সময় বিয়ে করলে রুদ্র-দার আমার মতো মেয়ে থাকত: নিপা

nipa

নিপার প্রেমে শেষমেশ সাড়া দিয়েছে রুদ্র-দা। ‘মিঠাই’ সিরিয়ালে ভরপুর বসন্ত নেমেছে। নিপা-শ্রী, মিঠাই-সীড-এর পর এবার রুদ্র-নিপার প্রেম শুরু হতে চলেছে। অনেকদিন ধরেই রুদ্র-দার প্রেমে পাগল নিপা। কিন্তু নিপা বয়সে অনেক ছোট বলে এই ভালবাসাকে কিছুতেই মেনে নিতে পারছিল রুদ্র। কিন্তু শেষমেশ নিপার ভালবাসার কাছে হার মেনেছে রুদ্র। তবে বাস্তবে রুদ্রর মানসিকতার ছোঁয়া লেগেছে নিপার। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে মজার খেলা খেলতে খেলত রুদ্রদা প্রসঙ্গে সে জানায় ‘ একজন মানুষ যার ঠিক সময় বিয়ে হলে আমার মতো একজন মিষ্টি মেয়ে থাকত’।

Advertisements

ওস্তাদজিকে ভালবাসে পিলু ডাকে দৈব, এর পেছনে রয়েছে মজার কারন

‘মিঠাই’ প্রথম বাংলার সিরিয়াল যেখানে তিন তিনটে জুটে মনে কেড়েছে দর্শকদের। গতবছরে শুরু হবার পর থেকেই জনপ্রিয়তার শীর্যস্থানে একই রাজত্ব করেছে মিঠাই সিরিয়াল। তবে সম্প্রতি প্রকাশিত হওয়া TRP লিস্টে রীতিমত অবিশ্বাস্য কান্ড ঘটে গিয়েছে। মিঠাইকে টেক্কা দিয়েছে নতুন আরম্ভ হওয়া সিরিয়াল, তাও আবার একটি নয় দুটি। এবারের জনপ্রিয়তার তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ‘আলতা ফড়িং (Alta Phoring)’ ও ‘গাঁটছড়া (Gatchora)’ সিরিয়ালের নাম। যেটা রীতিমত চমকে দিয়েছে সমস্ত দর্শকদেরকেই।

Advertisements

মিমি থেকে শুভশ্রী, নুসরত বিকিনিতে সাহসী টলিউডের ৭ নায়িকা

কিছু দিন আগে বাস্তবে মোদক পরিবারের সঙ্গেই জন্মদিন জমিয়ে পালন করেছেন মিঠাই। রুফ টপ রেস্তোরাঁর ছাদ সেজে উঠেছিল লাল-সাদা বেলুনে। তার মাঝে লাল শাড়ি পরে একেরপর এক কেক কেটে চলেছে মিঠাই রানি। ব্যাকগ্রাউন্ডে ‘হ্যাপি বার্থ ডে গুবলু’ বলে গান গাইছেন আদৃত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিঠাইয়ের জন্মদিনের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, কেক কেটে প্রথম ভাগটা আদৃতের মুখেই তুলে দিচ্ছে সৌমিতৃষা।