মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে টলিপাড়া

সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে সকাল সকাল বসে বৈঠক। যেখানে উপস্থিত থাকেন টলিপাড়ার (Tollywood) প্রথম সারির একগুচ্ছ পরিচালকেরা। রাজ চক্রবর্তী থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী,…

tollywood

সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে সকাল সকাল বসে বৈঠক। যেখানে উপস্থিত থাকেন টলিপাড়ার (Tollywood) প্রথম সারির একগুচ্ছ পরিচালকেরা। রাজ চক্রবর্তী থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, গৌতম ঘোষ প্রমুখেরা। দ্রুত সমাধানসূত্র খুঁজতে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে করজোড়ে পরিচালকেরা অনুরোধ করলেন, যে অচলবস্থা কাটিয়ে সকলে একযোগে যেন সকলে কাজে ফেরেন। নয়তো আদপে ইন্ডাস্ট্রির ক্ষতি।

বঙ্গভঙ্গ নিয়ে বিস্ফোরক মমতা খুঁজছেন নয়া প্ল্যান?

   

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘আজ হয়তো রাহুল মুখোপাধ্যায়ের জন্য আমরা একত্রিত হয়েছি। কিন্তু এই সমস্যা অনেকদিনের। বহুদিন ধরেই অভিনেতা, কলাকুশলী, শিল্পীদের কাজ ব্যাহত হয়েছে ফেডারেশনের নানা নিয়মের জন্য।’ সেই প্রসঙ্গেই গৌতম বলছেন, ‘যুগ এবং প্রযুক্তির সঙ্গে এই নিয়মগুলোর এবার একটু পর্যালোচনা দরকার।’ তিনি আরও বলেন যে, ‘ পরিচালক গৌতম ঘোষ বললেন, ‘একটা অচলাবস্থা চলছে। আমরা সেটা কাটিয়ে উঠতে চাই। আমরা যেন সবাই মিলেমিশে আমাদের ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেয়েছেন। এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সব পক্ষকে এগিয়ে আসতে হবে।’ অন্যদিকে প্রসেনজিতের সংযোজন, ‘কিছুদিন আগেই একটা বাইরের কোনও বড় সিরিয়াল হওয়ার কাজ চলছিল এখানে। যেটা বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য।’ 

মমতাকে অপমান! আঁচ কলকাতায়, সোমেই উত্তাল হবে বিধানসভা

প্রসঙ্গত সোমবার রাত ৮টায় টেকনিশিয়ান স্টুডিয়োয় পরিচালকদের সাংবাদিক সম্মলেন। তার আগে বিকেল ৪টেয় ফেডারশনের বৈঠক। সেখানে চলবে ভোটাভুটির পর্ব। কারা কারা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান, কারা চান না— সেই নিয়ে নাকি বৈঠক। তবে সোমবার দিনভর স্টুডিয়োপাড়ায় দফায় দফায় বৈঠকে শেষমেশ কোনও রফাসূত্র মেলে কি না এবং স্টুডিয়োপাড়ার অচলাবস্থা কাটিয়ে ফের শুটিং শুরু হয় কি না, সেটাই দেখার।