আরজি কর কাণ্ডে বিচার চেয়ে রবিবার পথে নামছে টলিউড!

সম্প্রতি, আরজি করে (RG Kar) মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। শুক্রবার…

সম্প্রতি, আরজি করে (RG Kar) মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। শুক্রবার সেন্ট জেভিয়ার্সের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন টোটা রায়চৌধুরী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীলের মতো শিল্পীরা। এবার আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পথে নামছে টলিউডের বহু শিল্পীরা ।

এই বিষয়ে শনিবার একটি বিবৃতি প্রকাশ করে টালিগঞ্জের শিল্পীরা জানিয়েছেন যে তাঁরা আরজি করের পরিবারের পাশে রয়েছেন। এছাড়া বিবৃতিতে জানানো হয়েছে যে রবিবার ৪টে নাগাদ টলিউডের কলকুশলীরা টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হবেন। সেখান থেকে আর জি কর হাসপাতল পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন টালিগঞ্জ ইন্ডাট্রির শিল্পীরা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই বিবৃতি শেয়ার করেছেন।

   

এছাড়াও এই বিবৃতি শেয়ার করতে দেখা গেছে অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, সাবর্ণি দাস, অমৃতা চট্টোপাধ্যায়, অদিতি রায়-সহ অনেককেই।

অবশেষে ওটিটিতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’

রবিবারের মিছিলে রাজ চক্রবর্তীও থাকতে পারেন বলে জানা যাচ্ছে। তবে শুধু টালিগঞ্জ ইন্ডাট্রিই নয়, শোনা যাচ্ছে যে আরজি কর কাণ্ডে প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন নাট্যজগতের শিল্পীরা । গিরিশ মঞ্চ থেকে আর জি কর পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারেন নাট্যজগতের ব্যক্তিত্বরা।

আর্জি কর কাণ্ডে প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী ও পড়ুয়ারা। প্রতিবাদীরাকালো পোশাক এবং হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামেন। সেন্ট জেভিয়ার্স থেকে বেরিয়ে তার চার পাশ ঘুরে বিচার চান তাঁরা। পার্ক স্ট্রিটের চত্বর ঘুরে কলেজে ফিরে যায় এই মিছিল। সেন্ট জেভিয়ার্সের মূল মঞ্চে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। তাঁদের সঙ্গে সঙ্গে যোগ দেন টোটা রায়চৌধুরী, বিক্রম ঘোষ, জয়া শীল, অরিন্দম শীল, অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল প্রাক্তনীরাও রাস্তায় নামলেন। তারকাদের প্রত্যেকের হাতে ছিল মোমবাতি এবং পরণে ছিল কালো পোশাক।

স্বাধীনতা দিবসের আগের রাতে দেশজুড়ে পালিত হচ্ছে ‘রাত দখল’ (Raat Dokhol) অভিযান। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বুধবার ১৪ অগস্ট রাতে দেশ জুড়ে ডাকা হয় এই অভিযান। এই দিন রাত ১১:৫৫ থেকে কলকাতার বুকে নামেন মেয়েরা। এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন একাধিক তারকা। ইমন চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রীলেখা মিত্র, মধুমিতা সরকার থেকে শুরু করে আরও অনেকে। সেই রাতে আর জি কর হাসপাতালে জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তীদের সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, শোলাঙ্কি রায়, অলিভিয়া সরকার-সহ টালিগঞ্জের বহু শিল্পীরা।