Tollywood: বউদির সঙ্গে মন্দিরে বিয়ে সারবেন অর্ণব

Tollywood: পর্দার বৌদি বাস্তবে বৌ হতে চলেছে। ভগবানের সামনে একে-অপরের সঙ্গে গাঁটছড়ার বাঁধা পরতে চলেছেন অর্নব ও ইস্পিতা। তবে দুই পরিবারের উপস্থিতিতে বছরের শুরুতেই আইনি…

arnab-get-married-to-ipshta

short-samachar

Tollywood: পর্দার বৌদি বাস্তবে বৌ হতে চলেছে। ভগবানের সামনে একে-অপরের সঙ্গে গাঁটছড়ার বাঁধা পরতে চলেছেন অর্নব ও ইস্পিতা। তবে দুই পরিবারের উপস্থিতিতে বছরের শুরুতেই আইনি বিয়ে আর আংটি বদল হয়ে গিয়েছে। আর বছর শেষে ডিসেম্বরে মন্দিরে আনুষ্ঠানিক বিয়ে সারতে চলেছেন অভিনেতা দম্পতি।

   

বৈদিক মতে কন্যা সম্প্রদান ছাড়াই তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। অভিনেতার কথায়, ‘‘আমাদের ইচ্ছে, অন্য রাজ্যের কোনও মন্দিরে বিয়ে করব। সাক্ষী থাকবেন ঈশ্বর। সেটা সম্ভব নয়। তাই নিজেদের রাজ্যেরই কোনও মন্দিরে আচার-অনুষ্ঠান হবে।’ বৌভাত হবে উত্তরপাড়ায়। একেবারে কাছের বন্ধু এবং নিকট আত্মীয়দের নিয়েই ঘরোয়া ভাবে শুভ কাজ সম্পন্ন হবে, জানিয়েছেন ছোট পর্দার ‘অভ্র’।

এই মুহূর্তে অর্ণব ব্যস্ত ‘আলতা ফড়িং’ নিয়ে। ধারাবাহিকে তিনিই নায়ক। অন্য দিকে, ইপ্সিতাকে দেখা যাচ্ছে ‘ধুলোকণা’ ধারাবাহিকে। ‘চড়ুই’ চরিত্রের বৌদি তিনি। আলো-ছায়া ধারাবাহিকে বৌদি দেবরের চরিত্রে অভিনয় করতেন অর্নব ও ইস্পিতা।