সাদা রঙকে মানুষ সর্বদাই সততার প্রতীকী হিসাবে জানে। কিন্তু, বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে এই সেই সাদা রঙের আবরণেই নেট মহলে ঝড় তুলছে টলি অভিনেত্রী। টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে (Subhashree Ganguly) অনেকে জানেন দশভুজা রূপে।
অভিনেত্রী যেমন একাধারে অভিনয়ে পটু তেমনই আবার সাংসারিক জগতে বৌমা রূপের জুড়ি মেলা ভার। আবার, অন্যদিকে সন্তানকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে একেবারে পারদর্শী। এই এতকিছুর মাঝে নিজের কাজকে সময় দিয়ে দর্শকদের কাছে ইতিবাচক আলোচনার প্রশংসা কুড়িয়েছেন অনেক সময়। ইতিমধ্যে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি বেশ ব্যস্ত তার ফটোস্যুট নিয়ে।
অভিনেত্রীর ফটোস্যুটের ফটোতে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে আপাদমস্তক সাদা রঙের শাড়ি সঙ্গে সাদা রঙের স্লিভলেস ব্লাউজ। সাদা এবং সাধারণ পোশাকেও অভিনেত্রী হয়ে উঠেছেন অসাধারণ লাবণ্যময়ী। এক কোথায় বলা যাবে যে, দেখলে চোখ ফেরানো মুশকিল। স্নিগ্ধতার এক অপরূপ প্রতিফলনে নিজের গ্ল্যামারকে সঠিকভাবে তুলে ধরেছে দর্শকদের সামনে
https://www.instagram.com/p/CkkRrIkJDZX/?utm_source=ig_web_copy_link