Sunday, December 7, 2025
HomeEntertainmentNusrat Jahan: আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল সাংসদ নুসরত হলেন 'দুর্গা'

Nusrat Jahan: আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল সাংসদ নুসরত হলেন ‘দুর্গা’

- Advertisement -

সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাংসদ ও অভিনেত্রী নুসরতের। ফ্ল্যাট কাণ্ডে আর্থিক প্রতারণার অভিযোগে ইডির দফতরে হাজিরা দেওয়া থেকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। অভিনেত্রীর জীবন যেন বিতর্কে ঠাসা। এবার দেবীপক্ষের সূচনাতেই ফের সমালোচনার মুখে টলি অভিনেত্রী।

Advertisements

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। আর এই বিশেষ দিনের, দেবীপক্ষের সূচনায় সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে অভিনেত্রীকে মা দুর্গার বেশে দেখা গিয়েছে। এবং ভিডিওতে দেখানো হয়েছে, মা দূর্গা যেন হিংসা-হানাহানি দূর করে সম্প্রীতির বন্ধন তৈরী করছেন। তবে ত্রিশূলধারী নুসরতের মহিষাসুর বধের নাচ দেখে পছন্দ হয়নি নেটপাড়ার।

   

লাল পাড় সাদা শাড়ি। হাতে শাঁখা পলা। একগুচ্ছ পদ্ম। সিঁথি ভর্তি সিঁদুর। নাকে নথ। খোলা চুলে একেবারে যেন দেবীমূর্তি। এই পর্যন্ত সবটাই ঠিক ছিল। কিন্তু গন্ডগোল পাকালো ব্লাউজ। ব্লাউজ ছাড়া ত্রিশূল হাতে দেবী দুর্গার বেশে নুসরতকে দেখে রেগে আগুন নেটপাড়া। মহালয়ার মতো অনুষ্ঠানে এই রকম সাজ বাঙালির আবেগে আঘাত করেছে বলে দাবি নেটিজেনদের একাংশের।তারপরেই ফ্ল্যাট কাণ্ডকে টেনে প্রতারক বলে খোঁচা দিয়েছেন নেটিজেনরা। তবে অভিনেত্রীর ভক্তরা তাঁর এই লুকসের বেশ প্রশংসা করেছেন।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular