Isha Saha: নতুন অবতারে নিজেকে মেলে ধরছে অভিনেত্রী ঈশা

Isha Saha

এবার গায়িকার ভূমিকায় নিজেকে মেলে ধরলেন টলিউড অভিনেত্রী ঈশা সাহা (Isha Saha)। ঈশা অভিনয় জগতে প্রাথমিকভাবে ছোটো পর্দার অভিনেত্রী হিসাবে পরিচিত মুখ ছিল।

Advertisements

কিন্তু তার বড়ো পর্দায় অভিষেক ঘটে ‘প্রজাপতি বিস্কুট’ নামক সিনেমাতে। তারপর থেকে ধীরে ধীরে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকদের। সোয়েটার’, ‘গোলন্দাজ’, ‘গোরস্থানে সাবধান’, ‘ডিটেক্টিভ’ আরও অন্যান সিনেমা করেছেন।

Advertisements

আগামীকাল, শুক্রবার মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ, দেব ও ঈশা অভিনীত ‘কাছের মানুষ’। এই সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ঈশা প্রথমবার প্লেব্যাক করে মহিলাকন্ঠী গায়িকা হিসাবে। ‘মুক্তি দাও’ গানে সোনু নিগমের বিপরীতে গান গান গেয়েছেন অভিনেত্রী। গায়িকা হিসাবে টলিউড জগতে তার বৌনি হওয়াতে অপ্রত্যাশিতভাবে সকলের মন কেড়ে নিয়েছেন ঈশা লাহা। সমালোচকদের মতে, সুকণ্ঠী ঈশার গানের জগতে সূচনা ইতিবাচক হয়েছে বলে বলা যেতে পারে। ইতিমধ্যেই এই গানে আমজনতারা সবাই রীলস, ইউটিউব শর্টস করতে শুরু করেছে।