HomeEntertainmentদাদার বিয়ে দিয়ে মায়ের ইচ্ছেপূরণ করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

দাদার বিয়ে দিয়ে মায়ের ইচ্ছেপূরণ করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

- Advertisement -

দাদার বিয়ে দিয়ে মায়ের ইচ্ছেপূরণ করলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। দীর্ঘ ফেসবুক পোস্টে গোটা ঘটনার কথা তুলে ধরেন অপরাজিতা। অভিনেত্রী জানিয়েছেন, মা সবসময় চাইতেন, ছেলের বিয়ে হোক। পাত্রীও ঠিক করে ফেলেছিলেন। কিন্তু কোনও কারণে তা সম্ভব হয়নি। অবশেষে দাদার বিয়ে দিয়ে মায়ের অপূর্ণ ইচ্ছে পূরণ করলেন অপরাজিতা।

ফেসবুক পোস্টে অপরাজিতা লিখেছেন, ‘মা এটা তোমার গল্প। যতদিন বেঁচেছ কোনদিন ভালো করে আরাম করে বাঁচতে পারোনি সব সময় ভয় তাড়া করতো তোমায়। তোমার ছেলের কি হবে তোমার ছেলে আর পাঁচ জন মানুষের মত স্বাভাবিক নয় অত্যন্ত সরল আর সব ছেলের থেকে কিছুটা হলেও আলাদা।…’

   

অভিনেত্রী লিখেছেন, ‘…কি হবে তোমার ছেলেটার যদিও তোমার মেয়ে আছে সে সব দায়িত্ব কর্তব্য করতে পারে কিন্তু তবুও তোমার কোথায় একটা ভয়, কোথায় একটা শঙ্কা, একটা অবিশ্বাস কাজ করতো তুমি না থাকলে ছেলে কি করে বাঁচবে ছেলে কি করে থাকবে তুমি কখনো একা থাকাতে বিশ্বাসী ছিলে না তুমি অসম্ভব বিয়ে তে বিশ্বাসী ছিলে।’

বর্ষায় থাকার জন্য রিসোর্ট খুঁজছেন? সন্ধান দিলেন সায়ন্তনী

তাঁর কথায়, ‘তুমি সব সময় মনে করতে একা বাঁচা যায় না যদি আমরা সকলে পৃথিবীতে একাই আসি আর একাই যাই তবু এই পৃথিবী লোকে বাঁচার জন্য বোধহয় একজন সঙ্গীর খুব দরকার তুমি সারাক্ষণ সবাইকে বলতে আমার ছেলের কি করে বিয়ে হবে আমার ছেলে কে কে বিয়ে করবে আমার ছেলে কে কে বিয়ে দেবে তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আসলে সময়ের আগে কিছুই হয় না ।সেটা তুমিও জানতে কিন্তু মানতে না।’

সোশাল মিডিয়ায় টলি অভিনেত্রী লিখেছেন, ‘মনে মনে কোথাও অসম্ভব চেয়েছিলে যে এই পাত্রী র সঙ্গে তোমার ছেলের বিয়ে হোক। পৃথিবী লোকের এটাই মাজা কেউ যদি সত্যি মন থেকে কিছু চায় তাহলে মৃত্যুর পরেও সেটা সত্যি হয়। আজকে তো তুমি শরীরের নামক খাঁচায় বাঁধা নেই সারা বিশ্বব্যাপী সারা অন্তরীক্ষ সর্বত্র তুমি বিরাজমান তুমি পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেছো এবং তুমি দেখছো আজকে দাঁড়িয়ে তোমার মৃত্যুর এক বছর ৮ মাস পর তোমার ছেলে আজ বিবাহিত ।তুমি আজকে হয়তো আনন্দে আনন্দলোকে লীন হয়ে গেছো, আজ বোধহয় তুমি সব থেকে বেশি শান্তি পেয়েছ যে তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্রবধূ।’

বাকিদের পেছনে ফেলে, ‘বিগ বস ওটিটি ৩’ এর বিজয়ী সানা মকবুল

মায়ের উদ্দেশ্যে অভিনেত্রীর বক্তব্য, ‘আর আমার শান্তি আমি আমার সবটুকু দায়িত্ব যা যা তোমাকে বলেছিলাম। সবটা পালন করতে পারলাম। এখনো অনেক পথ বাকি আমি আছি। আমি থাকবো। ঈশ্বর আমার সঙ্গে আছেন তুমি নিশ্চিন্তে তোমার গন্তব্যে তোমার আগামী জন্মের যাত্রী হতে পারো ।প্রণাম নিও মা আজ তুমিও যতটা খুশি তোমার ছেলেও ততটা খুশি আজকে সত্যি সত্যি আনন্দ ধারা বহিছে ভুবনে ।তুমি একটা কথা সবসময় বলতে better late the never আজ সেটাই প্রমাণ হলো আর এটাও প্রমাণ হল তুমি যতই চাও সময়ের আগে কিছু হয় না।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular