Tollywood: প্রয়াত ‘রাণী রাসমণি’ খ্যাত তারকা!

Tollywood: নক্ষত্র পতন। বয়সের আগেই ক্যানসার কাড়ল ফুলের মতো জীবনটা। বছরের শেষেই আরও এক প্রতিভাকে হারাল টলিউড। প্রয়াত হলেন ‘রাণী রাসমণি’ খ্যাত তারকা। ‘আমার দুর্গা’,…

kingsuk-ganguly

Tollywood: নক্ষত্র পতন। বয়সের আগেই ক্যানসার কাড়ল ফুলের মতো জীবনটা। বছরের শেষেই আরও এক প্রতিভাকে হারাল টলিউড। প্রয়াত হলেন ‘রাণী রাসমণি’ খ্যাত তারকা। ‘আমার দুর্গা’, ‘গুড্ডি’, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরানী’, ‘রাম প্রসাদ’-এর মতো অসংখ্য ধারাবাহিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এই তারকা। এছাড়াও আরও অনেক টেলিফিল্মে দেখা গিয়েছিল তাঁকে। নাম কিংশুক গঙ্গোপাধ্যায়।

জানা গিয়েছে, অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজের সেরাটা দিতে সক্ষম হয়েছিলেন কিংশুক। এইতো গত বছর 2022 সালেই ‘দ্য হিউম্যানিটি’ নামক একটি শর্ট ফিল্মের পরিচালনা করেছিলেন নায়ক। রাণী রাসমণি সেট তাঁকে ছাড়া খাঁ খাঁ করতো। অভিনয়ে তাঁর উদীয়মান প্রতিভা যে এইভাবে থেকে যেতে পারে তা কেউ ভেবেও দেখেননি। শোকের ছায়া গোটা টলিপাড়ায় (Tollywood)।

বড়দিন উদযাপনের আগেই কাছের বন্ধু রাহুলও এদিন শোকপ্রকাশ করে বলেছেন, “আরেকজন চলে গেল যে আমার ডাকনাম জানত, আমার স্কুল সিনিয়র, সুহৃদ, সহযাত্রী কিংশুক চলে গেছে. ভালো থেক বলব না কারণ আমাদের রাজনৈতিক অবস্থান, এটা কি করলেও বলবো না, কারণ ঐরকম ন্যাকামি করলে ঈশ্বরকে/বিজ্ঞানকে ছোট করা হয়..শুধু বলব জীবনের শেষদিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে, আয়ু তার যাই হোক”।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Rahul Arunoday Banerjee (@rahularunodaybanerjee)

এছাড়াও বন্ধু প্রয়াণে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে সান্ত্বনা জানাতে দুঃখ প্রকাশ করেছেন নেটিজেনরাও। (Tollywood) কেউ লিখেছেন, ওম শান্তি। কারও কথায়, খুবই দুঃখের কথা। আবার রূপাঞ্জনা মিত্র রাহুলের মন্তব্যে সায় দিয়ে বলেছেন, একদম ঠিক বলেছেন নায়ক।