শারীরিক অবস্থার অবনতি! ফের আইসিইউ-তে সন্ধ্যা মুখোপাধ্যায়ের

মঙ্গলবার ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সকালে দ্রুত তাঁর রক্তচাপ মাত্রা নেমে যায়। সেই সঙ্গে শুরু হয় পেটে অসহ্য যন্ত্রণা। ফলত আবার তাঁকে…

মঙ্গলবার ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সকালে দ্রুত তাঁর রক্তচাপ মাত্রা নেমে যায়। সেই সঙ্গে শুরু হয় পেটে অসহ্য যন্ত্রণা। ফলত আবার তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক সন্ধ্যা মুখোপাধ্যায়

উল্লেখ্য ২৭ জানুয়ারি থেকে করোনা আক্রান্ত হয়ে শ্রদ্ধেয়া গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় বাইপাস সংলগ্ন হাসপাতালে ভর্তি আছেন। তাঁর হৃদযন্ত্রের গোলযোগের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে সম্প্রতি পড়ে গিয়ে তার কোমরের হাড়ের ভাঙন।

   

Advertisements

সাত দশকেরও বেশি সময় ধরে বাংলা-সহ একাধিক ভাষায় গেয়েছেন কয়েক হাজার গান। সম্প্রতি এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দেওয়ার কথা জানানো হয়। কিন্তু এই কিংবদন্তি শিল্পী বিনয়ের সঙ্গেই সেই সম্মান প্রত্যাখ্যান করে দেন। মোদি সরকারকে ফোনেই শিল্পী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর এই সম্মানের কোনও প্রয়োজন নেই। তাঁর পরিবারের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News