কাস্টিং কাউচ রুখতে ফেডারেশনের বড় পদক্ষেপ, আসছে ‘সুরক্ষা বন্ধু’

টলিউডে সাম্প্রতিক জোরালো হয়েছে কাস্টিং কাউচ বিতর্ক। হেনস্থার অভিযোগ জানিয়েছেন টালিগঞ্জের একাধিক শিল্পী। অভিযোগের মুখে এবার বড় পদক্ষেপ নীল সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন…

টলিউডে সাম্প্রতিক জোরালো হয়েছে কাস্টিং কাউচ বিতর্ক। হেনস্থার অভিযোগ জানিয়েছেন টালিগঞ্জের একাধিক শিল্পী। অভিযোগের মুখে এবার বড় পদক্ষেপ নীল সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। ফেডারেশন জানিয়েছে যে অভিনেত্রীদের বিরুদ্ধে বা অশালীন আচরণ রুখতে একটি কমতি গড়েছেন তাঁরা। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন যে এই কমিটির নাম ‘সুরক্ষা বন্ধু’ (Suraksha Bandhu)। এই কোমোটিই কাছে চিঠি বা ইমেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন যে কেউ।

কারা থাকছেন এই কমিটিতে? জানা গিয়েছে যে গিল্ডের সদস্যদের মধ্যে থেকে মহিলা প্রতিনিধিরা থাকবেন এই কমিটিতে। এই কমিটিকে কর্মক্ষেত্রে, প্রি বা পোস্ট প্রোডাকশনের কাজ করাকালীন যদি কোনও মহিলা যে এই গিল্ডের সদস্য কোনও লিঙ্গবৈষম্যমূলক পরিস্থিতি বা অশালীন ইঙ্গিতের সম্মুখীন হন এবং যদি সেই পরিপ্রেক্ষিতে তিনি সুরক্ষার অভাব বোধ করেন, তবে তিনি যে কোনও যন্ত্রের সাহায্যে সেই ঘটনা বিবরণ করে সুরক্ষা বন্ধু কমিটির ইমেল আইডিতে পাঠাতে পারেন। আইডিটি হল, surokkhabandhu.fctwei@gmail.com।

   

আরজি কর কাণ্ডে অরিজিতের গান নিয়ে কুনালের তীব্র কটাক্ষ!

এই কমিটিতে মহিলা প্রতিনিধিরা ছাড়াও থাকবেন কিছু আইনজীবী। অভিযোগকারিণী কী কী আইনি পদক্ষেপ নিতে পারেন সেই পরামর্শ দেবেন কমিটিতে থাকা আইনজীবীরা। এছাড়া ফেডারেশন জানিয়েছে যে অভিযোগ কারিনীর পরিচয় গোফন রাখা ছাড়াও তিনি আর্থিকভাবে সক্ষম না হলে তাঁর আইনি লড়াইয়ের খরচ বহন করবে ফেডারেশন। তাছাড়াও এই কমিটিতে থাকছেন বি পি পোদ্দার হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ গ্রুপের সিইও। ইতিমধ্যে, মুখ্য নগরপাল ও পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে কমিটি গঠনের কথা লিখিতভাবে জানিয়েছে ফেডারেশন।

সালমান সহ একাধিক প্রথম সারির নায়কের সঙ্গে কাজে ‘না’, নেপথ্যে কারণ জানালেন কঙ্গনা

সাম্প্রতিক ঘটে যাওয়া কাস্টিং কাউচের ঘটনাগুলিকে ‘বিব্রতকর’, ‘অনৈতিক’, ও ‘লজ্জাজনক’ বলে অভিনীত করেন ফেডারেশনের সভাপতি। ঘটনাগুলিকে ‘বিরল’ ও ‘ব্যতিক্রম’ বললেও, সেগুলিকে বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন তিনি।