বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) দীর্ঘদিন ধরেই এক ঘটনার কারণে ট্রোলের শিকার হয়ে আসছেন। ‘কৌন বানেগা ক্রোড়পতি’র একটি পর্বে রামায়ণ সম্পর্কিত (Ramayan controversy) একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা। সেই বিতর্ক এতদিন পরেও থামেনি। সম্প্রতি এই প্রসঙ্গেই আবারও মন্তব্য করে বসেন শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। তিনি সোনাক্ষীর (Sonakshi Sinha) রামায়ণ সম্পর্কে অজ্ঞতার জন্য তার বাবা শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha )দায়ী করেন। তবে এবার মুকেশ খান্নার মন্তব্যের যোগ্য জবাব দিয়েছেন সোনাক্ষী সিনহা।
২০১৯ সালে কেবিসি ১১-এর একটি পর্বে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) অংশ নিয়েছিলেন। সেখানে অমিতাভ বচ্চন তাকে প্রশ্ন করেছিলেন—“হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি এনেছিলেন?” এই সহজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অভিনেত্রীকে লাইফলাইন ব্যবহার করতে হয়েছিল, যা অমিতাভকেও হতবাক করেছিল। এই ঘটনার পর থেকেই তাকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোল করা হয়।
সম্প্রতি মুকেশ খান্না (Mukesh Khanna) সোনাক্ষীর পুরনো এই ঘটনাকে টেনে এনে বলেন, “এটি তার বাবার দোষ। তার লালন-পালনে ভুল ছিল বলেই তিনি রামায়ণ সম্পর্কে জানেন না।” মুকেশের এই বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান তৃণমূল সাংসদ কন্যা সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার জবাব দেন।
সোনাক্ষী (Sonakshi Sinha) তার ইনস্টাগ্রামের স্টোরিতে মুকেশ খান্নাকে উদ্দেশ্য করে লেখেন, “প্রিয় মুকেশ খান্না জি, আমি আপনার সাম্প্রতিক একটি বিবৃতি পড়েছি যেখানে আপনি বলেছেন আমার রামায়ণ সম্পর্কে অজ্ঞতার জন্য এটি আমার বাবার দোষ। প্রথমত আমি মনে করিয়ে দিই যে সেদিন আমি একা ছিলাম না। আমার পাশে আরও একজন প্রতিযোগী ছিলেন, তিনিও প্রশ্নের উত্তর জানতেন না। কিন্তু আপনি শুধু আমাকেই নিশানা করছেন, কারণটা খুবই স্পষ্ট।”
সোনাক্ষী (Sonakshi Sinha) তার বক্তব্যে ভগবান রামের প্রসঙ্গ টেনে এনে বলেন, “হ্যাঁ, আমি হয়তো সেদিন ভুলে গিয়েছিলাম। মানুষ মাত্রই ভুল করে। কিন্তু আপনি কি ভগবান রামের ক্ষমার শিক্ষাকে ভুলে গেছেন? ভগবান রাম যদি মন্থরাকে ক্ষমা করতে পারেন, কৈকেয়ীকে ক্ষমা করতে পারেন, এমনকি যুদ্ধের পর রাবণকেও ক্ষমা করতে পারেন, তবে আমরা এত ছোট বিষয়গুলো ভুলে যেতে পারি না কেন?”
তিনি আরও বলেন, “আমি আপনার ক্ষমা চাই না, কিন্তু আমি চাই আপনি এই ঘটনার কথা ভুলে যান এবং বারবার এটি নিয়ে কথা বলা বন্ধ করুন। আমার পরিবারকে এই বিষয়ে টেনে এনে খবরের শিরোনাম বানানোর কোনো প্রয়োজন নেই।”
সবশেষে সোনাক্ষী (Sonakshi Sinha) বলেন, “আমার বাবা শত্রুঘ্ন সিনহা আমাকে যে লালন-পালন দিয়েছেন, তা নিয়ে ভবিষ্যতে কিছু বলার আগে একটু ভেবে দেখবেন। সেই লালন-পালনের কারণেই আমি আজ এমন ব্যক্তি হিসেবে দাঁড়িয়ে আছি। আমার বাবার শিক্ষা আমাকে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে শিখিয়েছে।”