‘হেনস্থা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সর্বত্রই আছে’ হঠাৎ এমন কেন বললেন রুক্মিণী ?

মহিলাদের কাজের জায়াগায় সুরক্ষা নিয়ে বড় পশ্ন তুলে দিয়েছে কলকাতার আরজি কর কান্ড । আরজি কর আহবে টলিউডে ইন্ডাস্ট্রিতে একাধিক যৌন হেনস্থার খবর সামনে এসেছে…

মহিলাদের কাজের জায়াগায় সুরক্ষা নিয়ে বড় পশ্ন তুলে দিয়েছে কলকাতার আরজি কর কান্ড । আরজি কর আহবে টলিউডে ইন্ডাস্ট্রিতে একাধিক যৌন হেনস্থার খবর সামনে এসেছে (Threat Culture in Tollygunge)। কয়েকদিন আগে এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করে দেয় ডিরেক্টর্স গিল্ড। এবার ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

সম্প্রতি এক সংবাদমাধ্যম অভিনেত্রীকে প্রশ্ন করে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও যৌন হেনস্থার নানান অভিযোগ সামনে আসছে? কখনও নিজেকে এখানে আনসেফ মনে হয়েছে? অভিনেত্রী এর উত্তরে বলেন, ‘সত্যিই কথা বলতে কি আমাকে কখনও খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি।’

   

অভিনেত্রী আরও বলেন, ‘আসলে আরজি করের ঘটনার পর ওই একটা সূত্র ধরে এখন অনেক কিছু বদলে যাচ্ছে, অনেক কিছু উঠে আসছে। তবে এই যৌন হেনস্থার বিষয় কিন্তু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সর্বত্রই আছে। আলোচনা হয়ত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে, তবে অন্য সেক্টরেও এটা আছে, হয়ত আরও ভয়ঙ্করভাবে আছে। বরং আমরা অভিনেতা-অভিনেত্রীরা কিছু ঘটলে সেটা নিয়ে ফেসবুকে লিখতে পারি, কথা বলতে পারি। আর লোকেরাও এখানে ভয় থাকে যে তাঁরা কিছু করলে খবরে চলে আসবে। তবে অন্য সেক্টরে হয়ত কেউ লিখলে, মুখ খুললে তাঁর চাকরিটাই চলে যাবে। তাই আমি বলব এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হলে সর্বক্ষেত্রে, সব সেক্টরে হওয়া উচিত।’

উল্লেখ্য, চলতি বছর পুজোতে আসেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা । এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দেব,রুক্মণী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিতে পুলিশ অফিসারের ঝাঁজালো চরিত্রে ধরা দেবেন রুক্মণী মৈত্র। তার চরিত্রের নাম মায়া। আরজি কর আবহে ছবির প্রোমশানের জন্য বারবার ট্রোলের শিকার হচ্ছেন দেব, রুক্মনী, স্বস্তিকা এবং সৃজিতদের।