বিশাল বড় মাকড়সার সম্মুখীন ‘থর’ অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ! তারপর…

তিনি মার্ভেল সিনেমাটিকে উনিভার্সের বজ্রের দেবতা (God of Thunder) ‘থর’ (Thor)। ‘এক্সট্রাকশন ‘ (Extraction) চলচ্চিত্রে টাইলার রেকের (Tyler Rake) ভূমিকায় অভিনয় করা কালীন অ্যাকশন করতে…

তিনি মার্ভেল সিনেমাটিকে উনিভার্সের বজ্রের দেবতা (God of Thunder) ‘থর’ (Thor)। ‘এক্সট্রাকশন ‘ (Extraction) চলচ্চিত্রে টাইলার রেকের (Tyler Rake) ভূমিকায় অভিনয় করা কালীন অ্যাকশন করতে দেখা গেছে তাঁকে। বৃহস্পতিবার (Thursday) একটি বিশাল মাকড়সার (Spider) সম্মুখীন হলেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ (Chris Hemsworth) ।

বৃহস্পতিবার (Thurdsay) সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন চল্লিশ বছর বয়সের অভিনেতা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে বাগানে ঘুরতে। তার সামনে জাল বুনে বসে আছে একটি বিশাল কালো রঙের মাকড়শা। ভিডিওটির শুরুতে তাঁকে বলতে শোনা যায় ‘দেখুন একে” বলে ক্যামেরা ঘোরান বিশাল ওই মাকড়শাটির দিকে। তবে তাঁকে দেখে একটুও ভয় পেলেন না অস্ট্রেলিয়ান অভিনেতা। হঠাৎ একটি ফুঁ দেন মাকড়সার জালে। সরে যায় জালটি, পালিয়ে যায় মাকড়সাটি, তারপর আবার ফিরে আসে তার জায়গায়। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “ধুর…আমি ভয় পাই নাকি! (Didn’t even scare me) “।

   

‘জম্মু-কাশ্মীর ট্যুরিজম এনক্লেভে’ গুরুত্বপূর্ণ বার্তা কবির খান ও ইমতিয়াজ আলীর, জেনে নিন

তাঁর এই দুঃসাহসিকতার প্রশংসা করেছেন অনেকে, আবার কেউ কেউ তাঁকে সাবধান করেন। একেকজন মন্তব্যকারী লিখেছেন যে তাঁর মেয়েকে এই ভিডিওটি দেখানোর পর তাঁর মেয়ে বলে, “মা, উনি তো থর, উনি কাউকে ভয় পান না। ” কেউ কেউ আবার মার্ভেল ছবিগুলিতে থর এবং স্পাইডারম্যানের সম্পর্কের কথাও মনে করিয়েছেন। প্রসঙ্গত, বজ্রের দেবতা ‘থর’ এর ভূমিকায় চারটি ছবিতে অভিনয় করেছেন ক্রিস। হেমসওয়ার্থ প্রথম ২০১১ সালের ‘থর’ (Thor) চলচ্চিত্রে থরের ভূমিকায় অভিনয় করেন।

তারপরে তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বেশ কয়েকটি সিনেমায় চরিত্রটিতে আবার অভিনয় করেছিলেন। ছবিগুলি হল ‘থর’ (Thor), ‘থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড’ (Thor: The Dark World), ‘থর : রাগনারক’ (Thor: Ragnarok) এবং ‘থর: লাভ এন্ড ঠান্ডার’ (Thor: Love and Thunder)। এছাড়াও ছাড়তে এভেঞ্জার ছবি ‘ দ্য এভেন্জার্স’ (The Avengers) , ‘এভেন্জার্স ; এজ অফ আল্ট্রন’ (Avengers: Age of Ultron), ‘এভেন্জার্স : ইনফিনিটি ওয়ার’ (Avengers: Infinity War), ‘এভেঞ্জারস : এন্ডগেম’ (Avengers: Endgame) চলচ্চিএ সহ আরও ককেটি ছবিতে ছিলেন তিনি।

রাহুল দেব বর্মনের জন্মবার্ষিকীতে শ্রোতাদের জন্য সুখবর, মুক্তি পাচ্ছে অপ্রকাশিত গানের সংকলন

সাম্প্রতিক ‘ফিউরিওসা: দ্য ম্যাড ম্যাক্স সাগা’তে (Furiosa: The Mad Max Saga) ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন ক্রিস। তাঁর অভিনীত চরিত্রের নাম ডিমেন্টস (Dementus) যে একটি স্বেচ্ছাচারী। তাঁর বিপরীতে ছিলেন আনিয়া টেলর-জয়। এই ছবিতে ক্রিসের অভিনয় প্রশংসিত চলেও বক্স অফিস সাফল্য পাইনি এই চলচ্চিত্রটি। তাঁর অভিনীত ‘ট্রান্সফর্মেরস ওয়ান’ ছবিটি মুক্তির অপেক্ষায়। তাঁর হাতে রয়েছে ‘এক্সট্রাকশন’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি (Extraction 3)।