সৃজিত-মিথিলার মাঝে তৃতীয় ব্যক্তি! সোস্যাল মিডিয়ায় জানালেন পরিচালক নিজেই

টলিউডের বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherji)আর ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) বিয়ে নিয়ে বেশ চর্চা হয়েছিল একসময় আর এবার…

Srijit Mukherji-Rafiath Rashid Mithila

short-samachar

টলিউডের বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherji)আর ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) বিয়ে নিয়ে বেশ চর্চা হয়েছিল একসময় আর এবার তাদের মাঝে এল তৃতীয় ব্যক্তি!! ব্যাপারটা কি? জল্পনা বেড়েছে সৃজিতের একটি পোস্টকে ঘিরে। আসুন জেনে নেওয়া যাক কি রয়েছে সেই পোস্টে??

   

সোস্যাল মিডিয়ায় সৃজিতের পোস্টে দেখা যাচ্ছে এক ফ্রেমে সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং মিথিলাকে। ছবিটি দেখে দর্শকের মনে প্রশ্ন জাগতেই পারে এই ফ্রেমের মধ্যে আর নতুনত্ব কী আছে? সৃজিতের বহু ছবির মুখ তিনি। ‘শাহজাহান রিজেন্সি’, ‘ভিঞ্চি দা’, ‘দ্বিতীয় পুরুষ’,‘গুমনামী’— অনির্বাণ-সৃজিত জুটির এমন অনেক কাজ দর্শক দেখেছেন। তাই তাঁদের দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়া খুব নতুন কিছু নয়। আর স্ত্রী মিথিলার সঙ্গে সৃজিতের ছবি দেখা যাবে সেটাই তো স্বাভাবিক।

কিন্তু এই ছবিটি পোস্ট করে পরিচালক যা লিখেছেন তাতেই রয়েছে টুইস্ট। এই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, “পতি, পত্নী অউর ওহ”। এই কথাটা শুনলেই মনে হয় স্বামী স্ত্রীর মাঝে তার মানে নিশ্চয়ই তৃতীয় কোনও আগমন ঘটেছে। এ ক্ষেত্রে তা হলে ‘ওহ’ টা কে?

Srijit Mukherji-Rafiath Rashid Mithila

এক দিকে বাস্তবে মিথিলার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সৃজিত। অন্য দিকে, আবার পেশাদার জীবনে অনির্বাণের সঙ্গে অনেক আগেই গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক। তাই এই ‘ওহ’ নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে এই লেখার নেপথ্যে যে, শুধুই মজা লুকিয়ে আছে, তা আর বলতে হবে না।

প্রসঙ্গত, ২০২২-এর প্রায় পুরো সময়টাই রাজ্যের বাইরে কাটিয়েছেন সৃজিত। ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। অবশেষে এই ক্রিসমাসে তিনি দেশে ফিরেছেন। তাই তো কাছের মানুষদের সঙ্গে প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন। কিছু দিন আগেই মেয়ে আয়রাকে নিয়ে যোগ দিয়েছিলেন ক্রিসমাস কয়্যারে। আর এবার নিজস্ব সোস্যাল মাধ্যমে জীবনের দুই প্রিয় মানুষের সঙ্গে ফ্রেম ভাগ করে নিলেন পরিচালক।