‘দেশের কোনো পিতা হয় না’ ফের বির্তকে কঙ্গনা!

ফের বির্তকে জড়াল অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বির্তক যেন তার পিছু ছাড়েনা, তিনি কিছু বললেই সেটা নিয়ে শুরু হয়ে যায় বির্তক। এবার…

kangana

ফের বির্তকে জড়াল অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বির্তক যেন তার পিছু ছাড়েনা, তিনি কিছু বললেই সেটা নিয়ে শুরু হয়ে যায় বির্তক। এবার গান্ধী জয়ন্তীতে তার সোস্যাল মিডায়া পোস্টা ঘিরে শুরু হয়েছে নতুন করে বির্তক। কি পোস্ট করেছিলনে কঙ্গনা?

কঙ্গনা (Kangana Ranaut) সোশ্যাল মিডয়াতে লেখেন ,‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’পাশাপাশি এই পোস্টে লাল বাহাদুর শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছেন। এখানেই থেমে থাকেননি কঙ্গনা। অন্য একটি পোস্টে মান্ডির সাংসদ দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন। এর পরেই শুরু তুমুল বির্তক। বিরোধীরা কঙ্গনাকে একে পর এক কটাক্ষ করতে শুরু করে।

   

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে অশ্লীল কটাক্ষ করেছেন। গডসে উপাসকরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য টানেন। নরেন্দ্র মোদী কি তাঁর দলের নতুন গডসে ভক্তকে আন্তরিকভাবে ক্ষমা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহীদ আছেন। সবারই সম্মান প্রাপ্য।’গান্ধী জয়ন্তীর দিন কঙ্গনার এই বির্তকিত মন্তব্য সমালোচনা করে পঞ্জাবের বর্ষীয়ান বিজেপি নেত্রী মনোরঞ্জন কালিয়া বলেন,রাজনীতি তাঁর ক্ষেত্র নয়।

উল্লেখ্য, কঙ্গনা রানাউতের(Kangana Ranaut) ‘এমার্জেন্সি’ ছবি বেশ কয়েকদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। সেন্সর বোর্ড‘এমার্জেন্সি’ ছবির বেশ কিছু দৃশ্য বাদ দিতে বলেছিল। এই নিয়ে নানা বির্তক হয়। তবে সোমবার মুমবাই হাইকোর্টে ‘এমার্জেন্সি’ ছবির টিম জানিয়ে দিল তারা সেন্সর বোর্ড নির্দেশ মানবেন।