Sunday, December 7, 2025
HomeEntertainmentঅপেক্ষার অবসান শুরু হলো 'বর্ডার ২' শুটিং, প্রকাশ্যে এল মুক্তির তারিখ

অপেক্ষার অবসান শুরু হলো ‘বর্ডার ২’ শুটিং, প্রকাশ্যে এল মুক্তির তারিখ

- Advertisement -

দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার অবসান অবশেষে হলো ‘বর্ডার ২’ শুটিং (Border 2 Shooting) । ১৯৯৭ সালে ভারতীয় সেনার সাহসিকতার ওপর তৈরি হয়েছিল ‘বর্ডার’। সেই সময়ে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি । আজ, ২০২৪ সালে ‘বর্ডার’(Border)-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা রয়েছে।

‘বর্ডার ২’(Border 2)-এ আবারও সানি দেওল (sunny deol) ভারতীয় সেনার সৈনিক হিসেবে ফিরছেন। শুধু তাই নয় ছবিতে নতুন মুখ হিসেবে রয়েছে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেঠি । ছবিটি পরিচালনা দ্বায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। তিনি জানিয়েছেন দর্শকরা ‘বর্ডার’সিক্যুয়েলে আরও উত্তেজনা এবং আবেগের গভীরতা অনুভব করবেন। আজ, শুটিং চলাকালীন ফিল্ম টিম সেট থেকে একটি ছবি শেয়ার করেছে। ছবিতে একজন ব্যক্তির হাতে একটি ক্ল্যাপবোর্ড ধরে থাকতে দেখা যাচ্ছে।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by tseriesfilms (@tseriesfilms)

ছবির যুদ্ধের অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করবেন নিক পাওয়েল হলিউডের বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার, যিনি ‘দ্য বোর্ন আইডেন্টিটি’(২০০২) এবং‘দ্য মমি’(১৯৯৯)-এর মতো ছবিতে কাজ করেছেন । এছাড়া তিনি ‘RRR’ (২০২২)-এর মতো জনপ্রিয় ভারতীয় ছবিতেও অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করেছিলেন।

ছবিটির প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। নির্মাতারা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যে, ‘বর্ডার ২’ (Border 2)ছবিটি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular