‘ডার্ক ডেয়ার’ অ্যাপের অন্ধকারে হাজার হাজার ছেলে-মেয়ে, প্রকাশিত হল ‘ এনক্রিপটেডে’র টিজার

শীঘ্রই আসছে পায়েলের নতুন ওয়েব সিরিজ এনক্রিপটেড। এই গল্প দুই বোনের। দিয়া ও তানিয়া। তবে নিছক সামাজিক গল্প নয়। এই গল্পের মূলে উঠে এসেছে কয়েক বছর আগে ব্লু ওয়েল ও মোমো এর মত গেম এর কথা। অজানা কোনও গেমের আতঙ্কে জড়িয়ে তছনছ হয়ে যায় অনেকগুলো জীবন। এই গল্পই বলবে ‘এনক্রিপ্টেড’।

Advertisements

এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন পায়েল সরকার ও ঐশ্বর্য্য সেন। ছবির সুরের দায়িত্বে রয়েছেন অম্রাল চক্রবর্তী। এছাড়াও কাহিনি ও পরিচালনা সৌপ্তিক সি এবং প্রযোজনায় রণিতা দাস।

   

প্রযোজনা করলেও অভিনয় কেউ দেখা যাবে রনিতাকে। এছাড়াও থাকছে, পায়েল সরকার, ঐশ্বর্য্য সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখোপাধ্যায়, সূর্যেন্দ্র বাগচী, ইন্দ্রনীল দে, সানু সোমনাথ। এই ওয়েব সিরিজের গল্পের শুরুতে দেখা যাবে প্রেমে ব্যর্থ হয়ে তানিয়া মাদকাসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তার প্রচুর অর্থব্যয় হয়। খুব অল্প সময়ের মধ্যেই তানিয়া আর্থিক অনটনের শিকার হয়। এই সময়ে একটি আইটি কোম্পানির ‘ডার্ক ডেয়ার’ নামের একটি অ্যাপ্লিকেশন তানিয়ার হাতে এসে পরে। এই অ্যাপ ব্যবহারকারিকে কিছু সাহসী কাজ করার নির্দেশ দেয়, যা করতে পারলে ব্যবহারকারী একটি নির্দিষ্ট অর্থ লাভ পাবে।

কিন্তু তার পরে ঠিক কি হল তানিয়ার? সদ্য মুক্তি পেয়েছে এই সিরিজের টিজার। সেখানে আঁচ পাওয়া গিয়েছে গল্পের। টিজার রিলিজের দিন মঞ্চে উপস্থিত ছিল গানের ব্যান্ড ক্যাকটাস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements