এ কি কান্ড! MMS ভাইরাল হয়েছিল এই বলি তারকাদের

বলিউড আর কন্ট্রোভার্সি যেন পাশাপাশি হাত ধরে চলে। একটা সময়ে মাঝেমধ্যেই ফাঁস হয়ে যেত সেলেব্রিটিদের বিতর্কিত ভিডিয়ো (MMS)। প্রেমিকার সঙ্গে চুম্বনের দৃশ্য, কিংবা বিউটি পার্লারে…

MMS of these Bollywood stars

short-samachar

বলিউড আর কন্ট্রোভার্সি যেন পাশাপাশি হাত ধরে চলে। একটা সময়ে মাঝেমধ্যেই ফাঁস হয়ে যেত সেলেব্রিটিদের বিতর্কিত ভিডিয়ো (MMS)। প্রেমিকার সঙ্গে চুম্বনের দৃশ্য, কিংবা বিউটি পার্লারে খোলা শরীরে ত্বকের যত্ন নেওয়া এই জাতীয় এমএমএস স্ক্যান্ডালে জড়িয়েছে বলিউডের বিশিষ্ট তারকাদের নাম। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন সেলিব্রেটিদের এম.এম.এস ফাঁস হয়েছিল।

   

১) শাহিদ কপূরের সঙ্গে করিনা কাপুরের ব্রেক আপের পর তাঁদের চুম্বনের একটি ভিডিয়ো ফাঁস হয়ে যায়। এমএমএসটি আসল না নকল তা নিয়ে সেইসময় জোরদার জল্পনা চলেছিল।

২) ২০১৪ সালে ক্যাটরিনা কাইফ ও তাঁর বোন ইসাবেলের নাম জড়ায় এমএসএস স্ক্যান্ডালে। সেই নগ্ন ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, সেটি নকল।

৩) শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ও অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলী নন্দার ঘনিষ্ঠতা নিয়ে একসময় জল্পনা ছিল। তাঁদের দু’জনের নামও জড়ায় এমএমএস বিতর্কে। কিন্তু তাদের দুজনের মেক আউট-এর ভিডিয়োটি নকল, খান ও বচ্চন পরিবার স্পষ্ট জানায়।

৪) সোনাক্ষী সিংহের সঙ্গে এক ব্যক্তির ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস ছড়িয়ে পড়েছিল এক সময়। অভিনেত্রী অবশ্য বলেছিলেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে সোস্যাল মিডিয়ায়।

৫) অভিনেত্রী রাধিকা আপ্তে-র নামও জড়ায় এমএমএস কাণ্ডে। আদিল হোসেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ও রাধিকার অন্তর্বাস পরা দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, সেগুলি সিনেমার বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য।

৬) একবার সোহা আলি খান একটি পার্লারে গিয়েছিলেন ওয়্যাক্স করাতে। সেই পার্লারে সোহার নগ্ন ভিডিয়ো-র এমএমএস ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে।

৭) একবার এই বিষয়ে নাম জড়িয়েছিল প্রীতি জিন্টার। অভিনেত্রীর স্নানের ভিডিয়ো-র এমএমএস ছড়িয়ে পড়তেই অভিনেত্রী আইনি ব্যবস্থা নেন। প্রীতির দাবি ছিল, ভিডিয়োটি নকল।
৮) মল্লিকা শেরাওয়াতের সঙ্গে এক বিদেশি নাগরিকের ঘনিষ্ঠ দৃশ্যের এমএমএস ছড়িয়ে পড়তেই অভিনেত্রী দাবি করেছিলেন সেটি ভুয়ো। আর পরে তা নিয়ে আর কোনো কথা ওঠেনি বলেই জানা যায়।