The Boys: ট্রাম্পের হত্যা প্রচেষ্টার সঙ্গে ‘দ্য বয়েজ’ সিরিজের সাদৃশ্য? বড় সতর্কতা জারি নির্মাতাদের!

Robert Singer vs Donald Trump

বৃহস্পতিবার মুক্তি পেল ‘দ্য বয়েজ’ (The Boys) সিরিজের চতুর্থ সিজিনের অন্তিম পর্ব (Season 4 Finale)। পর্ব মুক্তির আগেই একটি বড় সতর্কতা (Disclaimer) জারি করল নির্মাতারা। প্রসঙ্গত ১১ জুলাই মুক্তি পেয়েছিল এই সিরিজের সপ্তম পর্ব। সেখানেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মার্কিনি প্রেসিডেন্টের হত্যা প্রচেষ্টার কাহিনী তুলে ধরা হবে সিরিজের অন্তিম পর্বে। এই পর্বের দুদিন পর, ১৩ জুলাই পেনসিলভিনিয়াতে নির্বাচনের প্রচার চলা কালীন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যা প্রচেষ্টা করেন এক ব্যক্তি।

সতর্কবার্তাটি পোস্ট করা হয়েছে, ‘দ্য বয়েজ’-এর (The Boys) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন যে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে শোতে দেখানো ঘটনাগুলির সঙ্গে যদি কোনও বাস্তবের ঘটনার মিল থাকে, তবে সেটা সম্পূর্ণই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত।

   

সতর্কবার্তায় লেখা হয়েছে, “সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাগুলির সঙ্গে ‘দ্য বয়েজ’-এর (The Boys) কিছু দৃশ্যের মিল দর্শকরা পেতে পারেন। দৃশ্যগুলি খুবই উদ্বেগজনক বিশেষ করে যেখানে কয়েকদিন আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যা প্রচেষ্টার ঘটনাটি সকলের সামনে এসেছে। এই সিরিজের গল্প সম্পূর্ণ কাল্পনিক। যদি দর্শকরা এই সিরিজের গল্পের সঙ্গে বাস্তবের ঘটনার কোনও মিল পান, তবে সেটি সম্পূর্ণই অনিচ্ছাকৃত। আমাজন প্রাইম ভিডিয়ো, সোনি পিকচার্স এবং ‘দ্য বয়েজ’ এর প্রযোজকরা কোনওরকম হিংসাত্মক ঘটনার সমর্থন করেন না। “

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by THE BOYS (@theboystv)

প্রসঙ্গত, ‘দ্য বয়েজ’-এর (The Boys) চতুর্থ সিজিনের অন্তিম পর্বের নাম প্রথমে রাখা হয়েছিল ‘অ্যাসাসিনেশন রান’ (Assassination Run)। বছরখানেক আগে শেষ হয় এই সিরিজের শুটিং। তবে পর্বটির মুক্তি ট্রাম্পের হত্যা প্রচেষ্টার ঘটনার পর মুক্তি পাওয়ার কারণে, এবং পর্বেও একজন মার্কিনি প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনার গল্প থাকায়, পর্বের নাম পরিবর্তন করে রাখা হয়, ‘সিজেন ফোর ফিনালে’ (Season 4 Finale)। পর্বের শুরুতে দর্শকদের জন্য এই সতর্কবার্তাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

লুক নিয়ে ফের এক্সপেরিমেন্ট কৌশানির, পুজোয় আসছে ‘ঝিমলি’

প্রসঙ্গত ১২ জুলাই মুক্তি পায়, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ (Captain America : Brave New World) এর টিজার। সেখানেও রাখা হয়েছিল মার্কিনি প্রেসিডেন্টকে এক ব্যক্তির দ্বারা হত্যা প্রচেষ্টার কাহিনী। ট্রাম্পের ঘটনাটি ঘটার পর অনেক নেটিজেনরাই প্রশ্ন করেন যে পর্দার সঙ্গে এতো মিল কীভাবে হচ্ছে বাস্তব ঘটনার? ১৪ ফেব্রুয়ারী ২০২৫ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ইতিমধ্যে সিনেমাটিতে প্রচুর রিশুট করা হয়েছে। সেই কাহিনী কি শেষ পর্যন্ত রাখা হবে সিনেমায়? উত্তরের অপেকক্ষায় সিনেপরিমিরা। তার পরের দিনই ঘটে রুম্পিকে হত্যার প্রচেষ্টা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন