অনুষ্ঠিত হয়ে গেল ৭০ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কারা পেলেন কোন সম্মান!

মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Award) অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার সেরার সেরাদের সম্মান জানানো…

70th-National-Film-Award-Mi

মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Award) অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার সেরার সেরাদের সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড, বলিউড থেকে দক্ষিণের ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকারা। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার পেলেন দেশের তাবড় পরিচালক-অভিনেতারা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Award) অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রবীন অভিনেতা মঞ্চে উঠে আবেগ প্রবন হয়ে পড়েন এবং ইন্ডাস্ট্রিতে তার স্ট্রাগেলের কথা বলেন। এছাড়ও এদিন এক ঝাঁক বাঙালি শিল্পীদের পুরস্কার দেওয়া হয়। সেরা ছবির জন্য পুরস্কৃত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’। সেরা রূপটান শিল্পী নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ডু‘অপরাজিত’ছবির জন্য।

   

সেরা প্রোডাকশন ডিজাইনারের পুরস্কারও জিতেছেন আনন্দ আঢ্য। ‘পোন্নিয়িন সেলভান-পার্ট ১’-এ ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সপ্তমবার জাতীয় পুরস্কার পেলেন এ আর রহমান। সেরা মেল প্লেব্যাক গায়কের সম্মান পেয়েছেন অরিজিৎ সিং ‘কেশরিয়ার ‘গানের জন্য।সেরা সঙ্গীত পরিচালকের সম্মানে সম্মানিত প্রীতম। অন্যদিকে কান্তারা’র জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ঋষভ শেঠি।

একনজরে দেখে নেব জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (70th National Film Award) বিজয়ীদের তালিকা:

সেরা ফিচার ফিল্ম- আতম
সেরা জনপ্রিয় চলচ্চিত্র: কান্তারা
শ্রেষ্ঠ অভিনেতা- ঋষভ শেঠি, কান্তারা
সেরা অভিনেত্রী- নিথ্যা মেনন ও মানসী পারেখ
সেরা পরিচালক- সুরজ বরজাতিয়া
সেরা পার্শ্ব অভিনেত্রী- নীনা গুপ্তা
সেরা পার্শ্ব অভিনেতা- পবন মালহোত্রা
সেরা অভিষেক- ফৌজা, প্রমোদ কুমার
সেরা তেলেগু ফিল্ম – কার্তিকেয়া 2
সেরা তামিল ফিল্ম – পনিয়িন সেলভান – পার্ট 1
সেরা পাঞ্জাবি ছবি – বাঘি দি ধি
সেরা ওড়িয়া ফিল্ম – দমন
সেরা মালায়ালাম ফিল্ম – সৌদি ভেলাক্কা CC.225/2009
সেরা মারাঠি ছবি – ভালভি
সেরা কন্নড় ফিল্ম – কেজিএফ: চ্যাপ্টার ২
সেরা হিন্দি ছবি- গুলমোহর
বিশেষ উল্লেখ – গুলমোহরে মনোজ বাজপেয়ী এবং কালীখানের জন্য সঞ্জয় সলিল চৌধুরী
সেরা অ্যাকশন ডিরেকশন – কেজিএফ: চ্যাপ্টার ২
সেরা কোরিওগ্রাফি- তিরুচিত্রাবলাম
সেরা গানের কথা- ফৌজা
সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (গান), এ আর রহমান (ব্যাকগ্রাউন্ড স্কোর)
সেরা মেকআপ- অপরাজিতা
সেরা পোশাক- কচ্ছ এক্সপ্রেস
সেরা প্রোডাকশন ডিজাইন- অপরাজিতা
সেরা সম্পাদনা- আতম
সেরা সাউন্ড ডিজাইন – পনিয়িন সেলভান – পার্ট ১
সেরা চিত্রনাট্য- আতম
সেরা সংলাপ- গুলমোহর
সেরা সিনেমাটোগ্রাফি – পনিয়িন সেলভান – পার্ট ১
সেরা মহিলা প্লেব্যাক – সৌদি ভেলাক্কা CC.225/2009