‘টেক্কা’ বনাম ‘বহুরূপী’, ১০ দিনে কে নিয়েছে বক্স-অফিসের দখল?

এবার পুজো জমজমাট হয়েছে সব সিনেপ্রমীদের জন্য, কারণ একই দিনে তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। দেব-সৃজিতের বহুচর্চিত ছবি ‘টেক্কা’ (Tekka) , শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত…

tekka-vs-bohurupi

এবার পুজো জমজমাট হয়েছে সব সিনেপ্রমীদের জন্য, কারণ একই দিনে তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। দেব-সৃজিতের বহুচর্চিত ছবি ‘টেক্কা’ (Tekka) , শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’(Bohurupi) এবং মিঠুন-সোহম-দেবশ্রীর ‘শাস্ত্রী’ (Shastri)।এই তিনটি ছবি বক্স-অফিসে রমরমিয়ে চলছে। তবে তিনটি ছবির মধ্যে বক্স-অফিসে আয়ের নিরিক্ষে এখনও অবধি সবথেকে এগিয়ে রয়েছে শিবপ্রসাদ-নন্দিতা ‘বহুরূপী'(Bohurupi) । ছবির মুক্তির ১০ দিন পরে কোন ছবি কত আয় করল আসুন এক নজরে দেখে নিই।

প্রথমে আসি শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘বহুরূপী’ (Bohurupi) ছবি নিয়ে। মুক্তির পর থেকে বক্স-অফিসে ঝড় তুলেছিল বহুরূপী। সম্প্রতি ছবির পরিচালক তথা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) এক সংবাদমাধ্যমকে জানান, ৮ দিনেই নাকি ‘বহুরূপীর’ (Bohurupi) ব্যবসা ১০ কোটি ছুঁয়েছে । লক্ষ্মী পুজোতে ছবির ন্ধ্যায় ধুমধাম করে সাক্সেস পার্টিও সেলিব্রেট করে ফেলেছে টিম উইন্ডোজ।

   

তবে পরিচালক-প্রযোজক শিবপ্রসাদের (Shiboprasad Mukherjee) ছবির যে আয়ের অঙ্ক জানিয়েছিল তা নিয়ে জলঘোলা কম হয়নি। কারণ sacnilk.com-এর রিপোর্ট বলছে অন্য কথা। গত ১০ দিনে ‘বহুরূপী’ (Bohurupi) ছবি আয় করেছে ৬.২৫ কোটি টাকা। তবে পুজো কেটে গেলেও মানুষের মধ্যে বহুরূপী ছবির রেশ কাটেনি। জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় ছবির ১১ হাজার টিকিট বিক্র হয়েছে বুক মাই শোতে।

অন্যদিকে, দেব-সৃজিতের বহুচর্চিত ছবি ‘টেক্কা’(Tekka) ছবিও হাল ছাড়ার পাত্র নয়। মুক্তির পর থেকে সমান তালে বহুরূপী ছবির পিছু ধরে রেখেছে টেক্ক। ১০ দিন পরে অভিনেতা-প্রযোজক দেব (Dev)সমাজ মাধ্যমে জানালেন ছবির আয়ের পরিমাণ। দেব এদিন জানান, ‘টেক্কার অভূতপূর্ব জার্নি জারি রয়েছে…. ইতিমধ্যেই সম্প্রসারিত প্রথম সপ্তাহে ছবির আয় ৩.৫ কোটি টাকা’।

এবার আসি মিঠুন-সোহম-দেবশ্রীর ‘শাস্ত্রী’ ছবি নিয়ে। এই ছবি শুরু দিকে কিছুটা আয় করলেও ‘টেক্কা'(Tekka) ও ‘বহুরূপী’ (Bohurupi) ছবির ঝড়ের সামনে থমকে গিয়েছে। ছবির প্রযোজক সোহম কিংবা সুরিন্দর ফিল্মস আয়ের কিছু প্রকাশ্যে আনেননি। তবে sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী ছবি ১০ দিনেও ১ কোটির গণ্ডি ছুঁতে পারেনি।