বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় লেখিকা তসলিমার তীব্র মন্তব্য

২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book fair) । এই বছরের ৪৮তম বর্ষে পা রেখেছে, তবে এবারের বইমেলা অন্যবারের তুলনায়…

taslima-nasrin-comments-bangladesh-not-attending-kolkata-international-book-fair-2025

২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book fair) । এই বছরের ৪৮তম বর্ষে পা রেখেছে, তবে এবারের বইমেলা অন্যবারের তুলনায় একটু আলাদা। এবারের বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন অনুপস্থিত । কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata Book fair) সঙ্গে বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক দীর্ঘদিনের। এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের প্রকাশনী এবং সাহিত্য। কিন্তু এবারে পড়শি দেশ বাংলাদেশ এর অংশগ্রহণ না করায় বইমেলার পরিবেশ কিছুটা বদলে গেছে। এই নিয়ে সরব হলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

তসলিমা নাসরিন (Taslima Nasrin) এবারের বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকার বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন নেই। বাংলাদেশের বইমেলায় কোনওদিন কি পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন থাকে? থাকে না। থাকে না, কারণ, থাকাটা নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত কোনও বইও বাংলাদেশের বইমেলায় থাকে না। থাকে না ব্যাপারটা এখন তুমিও যাবে না, আমিও যাবো না, বুঝলে নটবর গোছের হয়েছে।”

   

তিনি আরও লিখেছেন, “আমি উদারতায় বিশ্বাসী। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তার মেলায় এতকাল ঢুকতে না দিলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ঢুকতে তো দিয়েছেই, রীতিমত জামাই আদরে রেখেছে। পশ্চিমবঙ্গের নিঃস্বার্থ ভূমিকা প্রশংসার দাবিদার। কিন্তু এত উদারতা দেখেও উদারতা শেখেনি বাংলাদেশ। কিছু লোক আছে, অন্যের বাড়িতে বছরের পর বছর নেমন্তন্ন খেয়ে বেড়ায়, কিন্তু অন্যকে কখনও নিজের বাড়িতে নেমন্তন্ন করে না। এমন বন্ধু কিন্তু থাকার চেয়ে না থাকাই ভাল। আগে উদারতা শিখুক, সমতা শিখুক, তারপর না হয় হাতে হাত রাখা যাবে।”

কলকাতা বইমেলায় (Kolkata Book fair) বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস অত্যন্ত দীর্ঘ। ১৯৯৬ সালে প্রথমবার বাংলাদেশ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করেছিল এবং এরপর থেকে বিগত ২৮ বছর ধরে ধারাবাহিকভাবে তারা সেখানে স্টল দিয়েছিল। কিন্তু এই বছর নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে বাংলাদেশকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্থান দেওয়া হয়নি। বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, “নিরাপত্তার কারণে এবারের বইমেলায় বাংলাদেশকে স্থান দেওয়া হয়নি।”