রহমান বিতর্কে বিস্ফোরক তসলিমা! কী বললেন লেখিকা?

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বলিউডে কাজ না পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্যে সরগরম বিনোদন দুনিয়া। বলিউডে সাম্প্রদায়িক ভেদাভেদ ও মুসলিম বিদ্বেষ নিয়ে রহমান যে…

Taslima Nasreen on AR Rahman

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বলিউডে কাজ না পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্যে সরগরম বিনোদন দুনিয়া। বলিউডে সাম্প্রদায়িক ভেদাভেদ ও মুসলিম বিদ্বেষ নিয়ে রহমান যে বিস্ফোরক দাবি করেছেন, এবার তা নিয়ে পালটা মুখ খুললেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতে আশ্রিত এই সাহিত্যিক রহমানের দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন।

Advertisements

তসলিমার প্রতিক্রিয়া

তসলিমা নাসরিন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এ আর রহমান ভারতের অন্যতম খ্যাতনামা এবং সফল ব্যক্তিত্ব। তাঁর মতে, “আমি যতদূর জানি, বলিউডের অন্যান্য সব শিল্পীদের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক নেন এ আর রহমান। ভারতে তিনি অত্যন্ত জনপ্রিয়। আসলে যাঁরা অত্যন্ত প্রভাবশালী, ধনী এবং জনপ্রিয়, তাঁদের এই ধরনের কোনও বাধার মুখে পড়তে হয় না।” তসলিমার এই মন্তব্য রহমানের ‘কোণঠাসা’ হওয়ার তত্ত্বকে এক নতুন বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

   

রহমানের ক্ষোভ Taslima Nasreen on AR Rahman

সম্প্রতি বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলিউডে ব্রাত্য হওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন রহমান। তিনি সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন, বর্তমান রাজনৈতিক আবহে তাঁর ধর্মীয় পরিচয়ই হয়তো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। রহমান বলেন, “আগে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু গত আট বছরে ক্ষমতার পালাবদলে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করছি। বিষয়টি কেউ আমার মুখের ওপর বলেনি, তবে কানাঘুষো এসব খবর আমার কানে এসেছে।”

নিজের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্কারজয়ী এই সুরকার আরও যোগ করেন, “আমি আন্তরিকতা দিয়ে কাজ করা সত্ত্বেও যদি ডাক না আসে, তবে আমি নিজে থেকে গিয়ে তদ্বির করতে পারব না। কারও অফিসে গিয়ে কাজ চাওয়ার মানসিকতা আমার নেই।” গত কয়েক বছরে বলিউডের বড় প্রজেক্টে রহমানের অনুপস্থিতি নিয়ে যে জল্পনা ছিল, তাঁর এই বক্তব্যের পর তা সামাজিক ও রাজনৈতিক বিতর্কে রূপ নিল। তসলিমা বনাম রহমানের এই ভিন্ন মতাদর্শ নিয়ে এখন সরগরম নেট দুনিয়া।

 

 Entertainment: AR Rahman claims religious discrimination for lack of work in Bollywood over last 8 years. Author Taslima Nasreen slams his views, citing his high fees and fame. Read the full details of this explosive debate between the composer and the author.

Advertisements