২০২১ সালের একুশের বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। রাজনীতির রূক্ষ মাঠে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল দুঁদে তৃণমূল নেতা কলীপদ মণ্ডলের বিরুদ্ধে। প্রচারের ময়দানে আগ্রহ তৈরি করলেও শেষ অবধি জয়ের মুখ দেখেননি তনুশ্রী। কিন্তু রাজনীতির ব্যস্ততা, সেলেব ইমেজ এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় পার করে অবশেষে নায়িকা এবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন—বিয়ে।
আর সেই বিয়েটা হল একেবারে স্বপ্নের মতো। স্থান—লাস ভেগাস। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে নতুন জীবনে পা রাখলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ও তাঁর প্রেমিক সুজিত বসু। একেবারে সিনেমার দৃশ্য যেন! নরম আলো, তারাভরা আকাশ, আর ব্যাকগ্রাউন্ডে লাইভ ভায়োলিনের সুর—এই অপূর্ব আবহেই সেরে ফেললেন বিবাহবন্ধন।
বিয়ের দিন তনুশ্রীর সাজও নজরকাড়া। পরনে দুধসাদা লেহেঙ্গা, কপালে লাল সিঁদুর, হাতে পলাও—বাঙালি ঐতিহ্যের ছোঁয়া মিলিয়ে ছিল আধুনিক পশ্চিমা সাজের সঙ্গে। ঠিক তাঁর বিপরীতে দাঁড়িয়ে নববর সুজিত বসু, মিডনাইট ব্লু টাক্সিডোতে সুদর্শন। দু’জনের চোখে-মুখে তখন একই সুখের ঝলক—এক নতুন অধ্যায়ের শুরু।

সুজিত পেশায় ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট। কলকাতাতেই এক সাধারণ আড্ডার আসরে কমন বন্ধুদের মাধ্যমে তাঁর সঙ্গে প্রথম আলাপ হয় তনুশ্রীর। প্রথমে যোগাযোগ থাকলেও পরে কিছুদিন কথাবার্তা বন্ধ ছিল। কিন্তু ভাগ্য আবার তাঁদেরকে কাছে টানে। পুনরায় যোগাযোগ হওয়ার পর বন্ধুত্ব গভীর হতে শুরু করে। একদিন সুজিত ডায়মন্ড রিং হাতে প্রস্তাব দেন বিয়ের। আর সেই মুহূর্তেই ‘হ্যাঁ’ বলে দেন অভিনেত্রী।
তবে লাস ভেগাসের বিয়ে মোটেই পরিকল্পিত ছিল না তনুশ্রীর তরফে। প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছেই অবাক! সুজিত গোপনে সাজিয়ে রেখেছেন বিয়ের সম্পূর্ণ আয়োজন। তনুশ্রী নিজেও তা বুঝতে পারেননি। শেষমেশ বাবা-মাকে ভিডিও কলে রেখেই সারলেন তাঁদের জীবনসাক্ষর।
অভিনেত্রী বলেন, “সবটাই ও নিজে প্ল্যান করেছে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা চলেছে বটে, কিন্তু বিয়ের কথা ভাবিনি। বাবা-মাকে ছাড়াই বিয়ে করলাম—যা একেবারেই প্ল্যান করা ছিল না, তাই ম্যানেজ করাও যায়নি। কলকাতায় গুছিয়ে আরেকটা বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা আছে দু’জনেরই।”
বিয়ের আনন্দে আপ্লুত নবদম্পতি এখন লাস ভেগাসেই সময় কাটাচ্ছেন। তনুশ্রীর ভাষায়, “এখনও বিশ্বাস হচ্ছে না যে বিয়ে হয়ে গেছে! একদম সিনেমার মতো একটা সময় কাটাচ্ছি। খুব তাড়াহুড়ো নেই। এবার হানিমুনে যাব ফ্লোরিডার অরল্যান্ডোতে।”
কবে দেশে ফিরবেন? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, “আমার একার টিকিট কাটা ছিল আগেই। এখন ভাবছি, কবে ফিরব। হয়তো দু’জনেই একসঙ্গে ফিরব।”
টলিনায়িকার এই ডেস্টিনেশন ওয়েডিং ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। রাজনীতি, অভিনয়—সব কিছুর বাইরেও ব্যক্তিগত জীবনে এমন স্বপ্নময় নতুন অধ্যায় শুরু করলেন তনুশ্রী। এবার অপেক্ষা—কবে নবদম্পতিকে কলকাতার মাটিতে একসঙ্গে দেখা যাবে। ভক্তদের নজর এখন সেদিকেই।
