Tamannah-Vijay: প্রেমিক বিজয়কে ‘রিয়েল লাইফ হিরোর’ তকমা তামান্নার

তামান্নার (Tamannah) এবং তার অভিনেতা-বয়ফ্রেন্ড বিজয় ভার্মা (Vijay Varma) প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম রয়েছেন। প্রায় সময়ই তাদের মুম্বই নগরীতে একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। প্রিয় তরকাদের…

তামান্নার (Tamannah) এবং তার অভিনেতা-বয়ফ্রেন্ড বিজয় ভার্মা (Vijay Varma) প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম রয়েছেন। প্রায় সময়ই তাদের মুম্বই নগরীতে একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। প্রিয় তরকাদের একসঙ্গে দেখেও মুগ্ধ তাঁদের অনুরাগীরা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্না তার সঙ্গী বিজয়কে নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়াও ছবি থ্যালাপ্যাথি ৬৮ (Thalapathy 68) নিয়েও এবার মুখ খুলেছেন নায়িকা। কিছুদিন ধরেই গুঞ্জন যে ভেঙ্কট প্রভুর আগামী ছবি থ্যালাপ্যাথি ৬৮-এ থ্যালাপ্যাথি বিজয়ের (Thalapathy Vijay) সঙ্গে জুটি বাঁধবেন তামান্না।

   

সঙ্গী বিজয় বর্মাকে নিয়ে কী বললেন তামান্না?

সম্প্রতি বিজয়-তামান্নাকে নিউ ইয়ারের একটি পার্টিতে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। দুজন চুম্বনের লিপ্ত হন। (Vijay-Tamanna kiss) সেই ছবি ঝড়ের বেগে নেট মাধ্যমে ছড়িয়ে পড়েন। কিছুদিন আগেই আভিনেতা-অভিনেত্রী তাঁদের সম্পর্ক জনসমক্ষে আনেন। একটি সাক্ষাৎকারে তামান্নাকে তার বয়ফ্রেন্ড বিজয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। বিজয়ের ছবি দেখিয়ে তাঁকে প্রশ্ন করেন ইন্টার্ভিউয়ার। বিজয়ের ছবি দেখেই লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। ব্লাশ করে বলেন, “ও আমার রিয়েল লাইফ হিরো।“

Thalapathy 68 এ আছেন তামান্না?

থ্যালাপ্যাথি বিজয়ের অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছে তাদের প্রিয় তারকার আগামী ছবি ‘লিও’-র জন্যে। ছবিটি পরিচালনায় রয়েছেন লোকেশ কানাগারাজ। লিও-র পর থ্যালাপ্যাথি বিজয়ের ভেঙ্কট প্রভুর সঙ্গে পরবর্তী ছবি মুক্তি পাবে। Thalapathy 68, এই নামেই নামকরণ করা হবে বলেই মনে করা হছহে। ইউভান শঙ্কর রাজা ছবির মিউজিক কম্পোজ করেছেন।

সম্প্রতি কিছু রিপোর্ট অনুযায়ী থ্যালাপ্যাথি বিজয়ের বিপরীতে তামান্নাকেই ভেবেছেন ছবির নির্মাতারা। এই নিয়ে কী বললেন তামান্না? তিনি সাফ জানিয়ে দেন যে, “এই খবর এখনও পর্যন্ত সত্যি নয়।“

তামান্না ভাটিয়া কে তাঁর পরবর্তী ছবি ‘জেলার’ (Jailer) এ দেখা যাবে। সম্প্রতি মুক্তি পাওয়া তামান্নার গান ‘কাভালা’ এই মুহূর্তে ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে।