মধ্যরাতে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জন্মদিন পালন এই অভিনেত্রীর, দেখুন ছবিতে

টালিগঞ্জ চলচ্চিত্রে সাত বছর পূরণ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) করে ফেলেছেন বলিউড ছবিতে কাজও। মধ্যরাতে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করলেন তিনি। Advertisements…

টালিগঞ্জ চলচ্চিত্রে সাত বছর পূরণ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) করে ফেলেছেন বলিউড ছবিতে কাজও। মধ্যরাতে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করলেন তিনি।

Advertisements

সমাজমাধ্যমে প্রকাশিত হয় একটি ছবি থেকে দেখা যাচ্ছে যে বুধবার মধ্যরাতে জন্মদিন পালন করতে দেখা যাচ্ছে রুক্মিণীকে (Rukmini Maitra)। ছবিতে বেগুনি পোশাকে এবং খোলা চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার সমানে রাখা রয়েছে একটি বিশাল কেক। সেই কেকের রয়েছে দুটি স্তর। কেকের ওপর রয়েছে তারা এবং বেলুন যেটি ধরে রয়েছে কেকের পাশে আঁকা লাল পোশাক পরা একটি পরী। কেকের ধারে লেখা রয়েছে “তারা ছোঁয়ার অপেক্ষায়”(Reaching for the stars)।

বিজ্ঞাপন

রুক্মিণী মৈত্র মুম্বাইয়ের প্রতিষ্ঠিত একজন মডেল। ২০১৭ সালে দেব প্রযোজিত ‘চ্যাম্প’ (Chaamp) ছবি দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি। তার পর ‘ককপিট’, ‘কবির’, ‘সুইৎজারল্যান্ড’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং জিৎ (Jeet) অভিনীত ‘বুমেরাং’ (Boomerang) চলচ্চিত্র মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এই ছবিতে মহিলা রোবটের ভূমিকায় অভিনয় করে প্রশংসা পাচ্ছেন রুক্মিণী। তার এবং দেব অভিনীত ছবি ‘টেক্কা’ মুক্তির কথা রয়েছে দূর্গা পুজোয়।

প্রেমে হাবুডুবু, বাহুডোরে স্বস্তিকা শিলাজিৎ

২০২১ সালে বিদ্যুৎ জাময়ালের বিপরীতে ‘সনক’ (Sanak) ছবিতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। এই বছরও বিদ্যুৎ অভিনীত ‘ক্র্যাক’ ছবিতে একটি গানে দেখা গিয়েছিল রুক্মিনীকে। জন্মদিনে বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে ‘বুমেরাং’ দেখা পরিকল্পনা আছে তার। তার মধ্যরাতের পার্টির ছবিতে দেখা যায়নি অভিনেতা দেবকে (Dev)। তবে দেবের প্রযোজনা সংস্থার তরফে বুধবার মধ্যরাতে মুক্তি দেওয়া হয় অভিনেত্রীর জন্মদিনের উপলক্ষে বিশেষ মিউজিক ভিডিওর। প্রতিবারের মতন এবারেও অভিনেত্র্রীর জন্মদিন পার্টি দেবেন তিনি এই বিষয়ে নিশ্চিত অভিনেত্রীর অনুরাগীরা।