Taimur Ali Khan: জন্মদিনে শিবমন্ত্রে মন বেবো পুত্রের, দেখুন নিজের চোখেই

Taimur Ali Khan: ধর্মে কর্মে মন বসেছে নবাব পুত্রের। জন্মদিনে বোন ইনায়াকে পাশে বসিয়ে শিবমন্ত্র পাঠ করছিল ছোট্ট তৈমুর। সম্প্রতি, 7 বছরে পা দিয়েছে পতৌদি…

Taimur Ali Khan

Taimur Ali Khan: ধর্মে কর্মে মন বসেছে নবাব পুত্রের। জন্মদিনে বোন ইনায়াকে পাশে বসিয়ে শিবমন্ত্র পাঠ করছিল ছোট্ট তৈমুর। সম্প্রতি, 7 বছরে পা দিয়েছে পতৌদি পরিবারের টিমটিম। এদিন করিনা কাপুর খান এবং সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলী খানের (Taimur Ali Khan) জন্মদিনে যে বিশেষ ভিডিওটি সামনে এসেছে, তা দেখেই মুগ্ধ নেটিজেন।

ভাইপোর জন্মদিনে একটি মিষ্টি মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন সইফ খানের বোন সোহা আলি খান। ক্যাপশনে তৈমুরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন সোহা। ওই ক্যামেরাবন্দি মুহূর্তেই নজর কেড়েছে শিব ঠাকুরের প্রতি তৈমুরের ভক্তি-শ্রদ্ধা। বিছানায় বোন ইনায়ার সঙ্গে বসে দুজন হাত জড়ো করে এদিন শিব স্তোত্র পাঠ করেছে Taimur Ali Khan।

   

সম্প্রতি, শীতের ছুটি কাটাতে হরিয়ানার গুরুগ্রাম জেলায় নিজেদের পতৌদি প্যালেসে পৌঁছেছিলেন করিনারা। যতদূর সম্ভব সেখান থেকেই বন্দি হয়েছে তৈমুর-ইনায়ার মিষ্টি মুহূর্ত। খুব স্বাভাবিকভাবেই, ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই আদর, ভালোবাসায় ভরে গিয়েছে পিসি সোহার কমেন্ট বক্স।
সাবা পতৌদির কথায়, শুভ জন্মদিন টিমটিম। ভালোবাসা নিও। ওদিকে অভিনেত্রী সায়নী গুপ্তা আবার ইনায়ার কিউটনেসের প্রশংসা করেছেন।

Advertisements

উল্লেখ্য, করিনা করিনা কাপুরের দুই ছেলে। বড় ছেলে তৈমুর ও ছোট ছেলে জাহাঙ্গীর। দাদাকে ছাড়া সে কিছুই চেনে না। বাইরে বেরোলেই তৈমুরের হাত ধরেই হাঁটে সে। দিন দিন গুটি গুটি পায়ে অনেক বড় হয়ে উঠেছে জাহাঙ্গীর। সব মিলিয়ে করিনার এখন ভরা সংসার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News