HomeEntertainmentটি-সিরিজ পরিবারে বড় অঘটন, চলে গেলেন পরিবারের কনিষ্ঠতম সদস্য!

টি-সিরিজ পরিবারে বড় অঘটন, চলে গেলেন পরিবারের কনিষ্ঠতম সদস্য!

- Advertisement -

টি-সিরিজ পরিবারে (T-Series Family) ঘটে গেল বড়ো অঘটন। কর্ণধার ভূষণ কুমারের (Bhushan Kumar) খুড়তুতো বোন এবং প্রযোজক কৃষ্ণ কুমারের মেয়ে তিশা কুমার (Tishaa Kumar) ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আজ প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২১ বছর।

টি-সিরিজের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “কৃষণ কুমারের মেয়ে তিশা কুমার (Tishaa Kumar) , অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গতকাল মারা গেছেন। পরিবারের জন্য এটি একটি কঠিন সময়, এবং আমরা অনুরোধ করছি যে পরিবারের গোপনীয়তাকে যেন এই সময় সম্মান করা হয়।”

   

কুমার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে জার্মানিতে ক্যান্সারের চিকিৎসা করতে গিয়েছিলেন তিশা (Tishaa Kumar) । তিনি জার্মানির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রটির কথায় “তিশা মাত্র ২১ বছর বয়সী যখন তাঁর ক্যান্সার ধরা পড়ে এবং পরিবার তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। “

লুক নিয়ে ফের এক্সপেরিমেন্ট কৌশানির, পুজোয় আসছে ‘ঝিমলি’

৬ সেপ্টেম্বর, ২০০৩ সালে জন্মগ্রহণ করেন তিশা। কৃষ্ণ কুমার ও তানিয়া সিংয়ের মেয়ে তিনি। যদিও তিশা প্রকাশ্যে খুবই কম আসতেন, টি-সিরিজের প্রযোজিত ছবির স্ক্রিনিংয়ে দেখা যেত তাঁকে।গত বছর নভেম্বর মাসে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’-এর প্রিমিয়ারে প্রকাশ্যে শেষবার দেখা গিয়েছিল তিশাকে ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular