swastika mukherjee: বাংলাদেশী ছবি ‘আলতাবানু জোসনা দেখেনি’তে সরিফুল রাজের বিপরীতে স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায় তার পরবর্তী বাংলাদেশী চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার পরবর্তী ছবি ‘আলতাবানু জোসনা দেখেনি’-তে বাংলাদেশি অভিনেতা সরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা। অভিনেত্রী এই ছবিতে মহিলা প্রধান আলতাবানুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন, এবং সরিফুল রাজকে পুরুষ নায়ক প্রেমচাঁদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি এই বছরের শেষের দিকে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে ছোট পর্দার প্রযোজক হিমু আকরাম ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে তার আসন্ন ছবি ‘আলতাবানু জোসনা দেখেনি’-এর মুখ্য অভিনেত্রী হিসেবে ঘোষণা করেন। তবে ছবিটির মুখ্য অভিনেতা তখন চূড়ান্ত হয়নি। প্রায় আট মাস পর, হিমু ঘোষণা করেন যে স্বস্তিকার বিপরীতে সরিফুল রাজকে দেখা যাবে।

   

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত, ‘আলতাবানু জোসনা দেখেনি’ একটি ডার্ক থ্রিলার হতে চলেছে। স্বস্তিকা ও রাজ ছাড়াও ছবির রয়েছেন ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মন্ডল প্রমুখ। হিমু আকরামের পরিচালনায়, চিত্রনাট্যটি লিখেছেন আকরাম, মহম্মদ নাজিম উদ দৌলা এবংমহম্মদ নাজিম উদ্দিন। ছবিটির শুটিং হবে সৈয়দপুর, সুন্দরবন এবং রাজেন্দ্রপুরের শালবন সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে।

স্বস্তিকা বাংলাদেশী চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এফ আই মানিক পরিচালিত ‘সবার উপরে তুমি’ দিয়ে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। শুধু স্বস্তিকা নন, অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও একটি বাংলাদেশী ছবিতে দেখা যাবে। ‘তুফান’ ছবির জন্য শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন এই টলিউড অভিনেত্রী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তুফান ছবির পোস্টার ও টিজার। চলতি বছরের জুন মাসে ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন