Swastika Mukherjee: ‘পরমের সঙ্গে যখন আমার একটা অন্তরঙ্গ যোগাযোগ ছিল তখন ওর জন্য আমি অনেক ভালো ভালো ছবি দেখেছি। ও অনেক ভিডিয়ো ক্যাসেট নিয়ে আসত। সেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে আরও উন্নত হতে সাহায্য করেছে। আমাদের সম্পর্ক টেকেনি তাই খারাপটাই কেন মনে রাখব? এগুলোও মনে রাখব।’ দীর্ঘদিন প্রেম করেছেন পরম-স্বস্তিকা। একসঙ্গে অনেকবার চাঁদ দেখেছেন। আজ আরও একবার পুরোনো স্মৃতিতে ফিরে গেলেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন পরমব্রত তাঁকে অভিনেত্রী হিসেবে সেরার সেরা হতে সাহায্য করেছেন। সেই সূত্রেই ভিডিওগুলি দেখা। পরম হয়েছে পিয়ার। পরিণতি পায়নি পরম স্বস্তিকার প্রেম। তাও পরমের স্মৃতি দৃঢ় হয়ে রয়েছে নায়িকার মনে। এই তো কয়েকদিন আগেই এক পার্টিতে দুজনে অনেকটা ক্লোজ এসেছিলেন রিলের পর্দায়। পুরোনো প্রেমে স্বস্তিকার পরমের উঁকিঝুঁকির জল্পনা উঠেছিল। স্বস্তিকা তখন বলেছিলেন, আসলে প্রাক্তন বলে কিছুই হয় না। আমি আমার ইন্ডাস্ট্রি থেকেই এটা শিখেছি। ১০ বছরের বিয়ের সম্পর্কেই স্বামী-স্ত্রী তো ভাই-বোনের মতো হয়ে যায়। সেখানে ১৫ বছর পুরনো একটা সম্পর্কের আর কী থাকে। ইন্ডাস্ট্রির সহকর্মী হিসাবেই ট্রিট করতে হয়। প্রাক্তন বা প্রেমিক বলে সেখানে আর কিছু থাকে না।
উল্লেখ্য, আগামীতে সৃজিৎ মুখার্জির সঙ্গে টেক্কা ছবিতে কাজ করবেন স্বস্তিকা। তিনিও যদিও অভিনেত্রীর প্রাক্তন।
View this post on Instagram