Monday, December 8, 2025
HomeEntertainmentবলিউডে স্বস্তিকার নতুন ইনিংস, তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী

বলিউডে স্বস্তিকার নতুন ইনিংস, তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী

- Advertisement -

টলিডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) একাধিক ঝাঁজালো চরিত্রে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন। প্রায় দু’দশকের অভিনয় জীবনে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। টলিউডের পাশাপাশি বলিউডেও ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন অভিনেত্রী।

সম্প্রতি জানা গিয়েছে ফের একবার বলিউডে দেখা যাবে স্বস্তিকাকে। ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (Tapsee Pannu)-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। আসন্ন ছবিটির নাম ‘গান্ধারী’। সিনেমাটি পরিচালনা করেছেন দেবাশিস মাখিজা (Debashish Makhija)। ‘জোরাম’-এর পর দেবাশিস তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু করেছেন। ইতিমধ্যেই তার অর্ধেক শুটিং শেষ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে ছবির শুটিংয়ের কিছু ছবি পোস্টও করেছেন তিনি।

   

‘গান্ধারী’ একটি অ্যাকশন থ্রিলার ছবি। ছবিতে তাপসী পান্নু এবং ইশওয়াক সিং (Ishwak Singh) কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তবে স্বস্তিকা মুখোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমার গল্পে ও চরিত্রে রয়েছে বিশেষ বাঙালি কানেকশন। স্বস্তিকা ইতিমধ্যেই তার অংশের শুটিংও প্রায় শেষ করে ফেলেছেন।

অ্যাকশন থ্রিলার হলেও, ‘গান্ধারী’ এমন একটি ছবি হতে চলেছে যা সেলিব্রিটি থ্রিলারের আদলে হবে না। দেবাশিস মাখিজা জানিয়েছেন, ছবির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সংগ্রাম এবং তাদের কঠিন পরিস্থিতিতে লড়াই করার কাহিনী তুলে ধরা। নেটফ্লিক্সের জন্য তৈরি হওয়া এই ছবিটি আগামী বছরের শেষার্ধে মুক্তি পাবে বলে খবর রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular