Swastika: পিয়ার সঙ্গে বেঁধে বেঁধে থাকবেন স্বস্তিকা!

Swastika

Swastika: ‘পিয়া তো অনুপমের সেকেন্ড ওয়াইফ। তো কই অনুপমকে তো ট্রোলটা করা হল না। হিসাব করলে দেখা যাবে অনুপমকে যতগুলো কথা বলা হয়েছে, আর পরম-পিয়াকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, চোখে পড়ার মতো পার্থক্য রয়েছে।’ অনুপম রায়ের বিয়ের খবরে গোটা নেটপাড়া যখন অভিনেতা ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা বর্ষণ করছিল। ঠিক তখনই গর্জে উঠেছিল নায়িকা ওরফে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন শুধু পরম পিয়াকেই দোষ দেওয়া হচ্ছে, অনুপম রায়ও পিয়ার সঙ্গে ডিভোর্স হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসেছেন। সে যাই হোক, জল্পনা পর্ব মিটেছে।

Advertisements

সম্প্রতি, পিয়ার সঙ্গে সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি হাজির হয়েছিলেন স্বস্তিকা। সবাই জানে, স্বস্তিকা পরমের প্রাক্তন। তবে, প্রাক্তন বলে কিন্তু সম্পর্ক তিক্ত নয়। যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। তাই তো সেদিম পার্টিতেও খোশ মেজাজে নজর কেড়েছিলেন পরম স্বস্তিকা। পরমব্রতকে নায়িকা বলেছিলেন, ‘পরমের কথা ভাবলে ওর সঙ্গে কাটানো ভালো সময়টাই মনে পড়ে। সেই জন্য হয়তো সেদিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে ভালো থাকিস। ও-ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে (চক্রবর্তী) আমি অনেক বছর ধরে চিনি। আমার খুব ভালো লাগে ওকে। পরমকে বললাম, “ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব।” কারণ, পিয়ার স্বামী কে, সেটা আমার কাছে জরুরি নয়।’

Advertisements

এদিন পিয়ার সঙ্গে দেখা করতে বেশ সুন্দর করেই কয়েকটি ছবি তুলেছেন স্বস্তিকা। একজন পরে লাল শাড়ি। অন্যজনের পরনে লাল পালাজও। পিয়ার সঙ্গে ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, ‘আয় বেঁধে বেঁধে থাকি’। একজন তো ছবিটি দেখে কটু মন্তব্য করে লিখলেন, ‘পরমের প্রাক্তন আর পরমের বর্তমান বউ’। অভিনেত্রীও সপাটে জবাব ছুঁড়ে বললেন, ‘আপনি জিকে পরীক্ষায় প্রথম হবেন। আর ভাগ্যিস মনে করিয়ে দিলেন। এটাই তো আমাদের একমাত্র পরিচয়। ভুলে গেছিলাম।’