‘দুর্গা পুজো বন্ধ নয়, পুজোর বোনাস ছেড়ে দিন’, যুক্তি দিয়ে আন্দোলন চালানোর আবেদন স্বস্তিকার

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই শামিল ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । ১৪…

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই শামিল ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । ১৪ অগস্ট রাতে দেশ জুড়ে ডাকা হয় মেয়েদের ‘রাত দখল’ অভিযান। ওই দিন রাত ১১:৫৫ থেকে কলকাতার বুকে নামেন মেয়েরা। ওই কর্মসূচিতে ছিলেন স্বস্তিকা নিজে। কর্মসূচিতে যোগ দিতে না পারলে বিকল্প উপায়ও জানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিরাট ‘দূর্গা পুজা বয়কট’ করার ডাক। এই পোস্টার উত্তরে এবার মুখ খুললেন স্বস্তিকা।

তাঁর ইনস্টাগ্রামে ‘বীরভূম মিমস’ নামের একটি পেজের পোস্টার স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। সেখানে প্রথমেই তিনি লিখেছেন, “দুর্গাপুজো বন্ধ নয়, নিজের পুজোর বোনাস ছেড়ে দিন। দুর্গাপুজোর উপর বহু খেটে খাওয়া মানুষের ইনকাম নির্ভর করে। যারা না খেয়ে থাকলে, কেউ গিয়ে দুমুঠো খেতে দেয় না। এর মধ্যে রয়েছে ফুচকা বিক্রেতা, ঘুগনি, ঢাকী। যারা সারা বছর বসে থাকে পুজোর কটা দিনে একটু বেশি ইনকাম করে নিজের সন্তানকে একটা জামা কিনে দেবে বলে।” অর্থাৎ অভিনেত্রীর দাবি আন্দোলন চলুক যুক্তিতে, আবেগের বশে নয় ।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

অর্থাৎ অভিনেত্রী বলতে চেয়েছেন যে দূর্গা পুজো বন্ধ হলে পুজো কাজ করা অনেক ‘খেটে খাওয়া’ মানুষ যাদের রুটি-রুজি এই উৎসবের ওপর নির্ভর করে তাঁদের কথা ভেবে পুজো কখনই বন্ধ করা উচিত নয়। অভিনেত্রীর শেয়ার করা পোস্টে লেখা রয়েছে যে ফুচকা বিক্রেতা, ঘুগনি বিক্রেতা বা ঢাকিদের সাহায্য করতে এগিয়ে আসুন মানুষজন। কারণ পুজোর দিনে বাড়তি রোজগার করে নিজের পরিবারের লোকজনদের নতুন জামা কাপড় কিনে দেন তাঁরা।

বড় পর্দায় ফিরছে রাজ-নার্গিস জুটি, অভিনেতার জন্মবার্ষিকীতে চমক!

যাঁরা পুজো বন্ধে ডাক দিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে পোস্টে লেখা হয়েছে, তাঁরা যেন পুজোর বোনাস এবং মাসের রোজগারের অর্ধেক অংশ নির্যাতিতার পরিবারের হাতে তুলে দেন যাতে তাঁরা নির্যাতিতার জন্য আইনি লড়াই চালিয়ে যেতে পারেন। এইগুলোই আসল সামাজিক কাজ বলে লেখা হয়েছে পোস্টে। পোস্টার শেষে লেখা হয়, যে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাটে থাকলে সমাজ আসলে কীভাবে চলে সেটার স্পষ্ট ধারণা গড়ে ওঠে না, গড়ে ওঠে মাটির কাছে থেকে । তাই দূর্গা পুজো এবং বিচার দুটোকেই সমান্তরালে চলতে দেওয়া উচিত। পোস্টার শেষে লেখা হয় আন্দোলন যেন মানুষ যুক্তি দিয়ে চালান, আবেগ দিয়ে নয়।

১৪ই অগাস্ট রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন স্বস্তিকা। যাঁরা যেতেন পারছিলেন না, তাঁদের নিজের বাড়ি, বা নিজের পাড়া থেকে শঙ্খ বাজিয়ে যোগ দিতে উৎসাহ দিয়েছিলেন তিনি।

৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে লাগাতার জেরা করে সিবিআই। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দুজনের পলিগ্রাফ টেস্টও। পুলিশের তদন্ত নিয়ে একধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কবে মিলবে বিচার? উত্তরের অপেক্ষায় গোটা দেশ।