‘আপনি আমাদের আদর্শ, এই জঘন্য ঘটনাটাকে…’ সৌরভ গাঙ্গুলীকে তীব্র আক্রমণ স্বস্তিকার

আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে সমালোচনা করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । আর জি…

আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে সমালোচনা করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত রবিবার প্রতিক্রিয়া দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রতিক্রিয়া দেওয়ার সময় তিনি বলেছিলেন, “ঘটনাটা খুবই দুঃখজনক। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। যে কোনও জায়গায় এরকম হতে পারে। তাই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা তৈরী রাখা উচিত।”

এরপর সৌরভকে জিজ্ঞেস করা হয় যে তাঁর মতে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা বিশেষ করে যখন হাসপাতলের মতন জায়গায় এই ধরণের ঘটনা ঘটছে। এর উত্তরে তিনি বলেন, “না।আমার মনে হয় না একটা ‘বিচ্ছিন্ন ঘটনার জন্য সমস্ত কিছুকে না নিরাপদ মনে করাটা ঠিক। এটা একটা ঘটনা পৃথিবীতে সব জায়গাই দুঘটনা হয়। কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা । মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সব জায়গাতেই আছে। আমাদের দেশ এবং রাজ্য দুটোই সুন্দর। একটা ঘটনা দিয়ে বিচার কড়া উচিত নয় দেশ বা রাজ্যকে। তবে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

   

তাঁকে জিজ্ঞাসা করা হলে যে সরকারি হাসপাতলে নিরাপত্তা বাড়ানো উচিত কিনা তাঁর উত্তরে তিনি বলেন, “নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত। রুগী, চিকিৎসক, ছেলে মেয়ে সব জায়গাতেই থাকে- সরকারী হাসপাতাল,বেসরকারী হাসপাতালেও, স্কুল, মাঠ, অফিস ইত্যাদি।”

আরজি কর কাণ্ডে জড়ালো সায়নীর নাম, ‘বন্ধ করুন অপপ্রচার’, আর্জি শিল্পীর

আরজি কর কাণ্ডকে ‘বিচ্ছিন্ন ‘ ঘটনা বলার বিষয়টি মোটেই ভালোভাবে নেননি স্বস্তিকা। সৌরভের প্রতিক্রিয়ার উত্তরে দাদাগিরি ‘বয়কট’ করার ডাক দিয়ে তিনি লেখেন, “আমি কোনওদিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। ভুল করে যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ এবং খুন ‘দুর্ঘটনা’ নয়। এই দুই কাজ – ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত। যারা এই নৃশংস ঘটনা ঘটায়, তারা তা ইচ্ছে করে বা জেনে বুঝেই ঘটায়।”

দেশ বা রাজ্যকে সৌরভের ‘সুন্দর’ বলার উত্তরে স্বস্তিকা লেখেন, “আমাদের ‘সুন্দর’ দেশে কোনও বয়সের মেয়েরাই নিরাপদ নয়। কোনও রাজ্যেই নয়।যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। ” পোস্টের শেষে স্বস্তিকা লেখেন, “আপনি আমাদের আদর্শ। এই নৃশংস ঘটনাটিকে আপনি এই জঘন্য ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন’ বলে এর গুরুত্বকে ছোট না করলেই পারতেন। “