কলকাতা: আগে কখনও এমন রূপে দেখা মেলেনি। তাই অভিনেত্রীকে (swastika dutta) এই বেশে দেখে আগুন জ্বলছে ফেসবুকে। উন্মুক্ত শার্টের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কালো অন্তর্বাস। যেখানে স্পষ্ট বক্ষ বিভাজিকা ।
যে ছবি সামনে আসতেই শুরু হয়েছে নানা কথা। কেউ বলছেন,’কাজ নেই। প্রচারও নেই তাঁর। সে কারণেই খোলামেলা হয়ে হাজির হচ্ছেন সস্তার প্রচার কুড়োতে!’ কেউ কেউ স্পষ্ট ভাষায় তাঁকে জানিয়েছেন, এমনিই তো যথেষ্ট সুন্দর। এই সব ছবি না দিলেও হয়। কারও দাবি- ‘ভদ্র পোশাক নেই? কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় স্বস্তিকা খুইয়েছেন!’
তবে এসব মুখ বুজে সহ্য করছেন না নায়িকা। পাল্টা উত্তর দিয়ে তিনি লিখেছেন, ‘ ‘কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা ভাল বুঝি বলেই নিয়মিত কাজ করে চলেছি।’ তার পরেও কিন্তু রেহাই পাননি। কেউ লিখেছেন, অভিনেত্রী নাকি ‘বাংলার সেরা মুখ’-এর সম্মান পেয়েছেন! তবু বক্ষভাঁজ দেখিয়ে সৌন্দর্য প্রমাণ করতে হচ্ছে।’
কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ‘রাধিকা’ আপাতত ছোট পর্দা থেকে দূরে। একাধিক সিরিজে নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তালিকায় ‘আনন্দ আশ্রম’, ‘নগর বাউল’, ‘উত্তরণ’।