Swastika: দুই প্রাক্তনকে জড়িয়ে স্বস্তিকা! ভিডিও দেখে হাঁ অনেকেই

Swastika: দুই প্রাক্তনের মাঝে বেজায় পার্টি মুডে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়! তবে শুধু বার্তালাপ নয়, রীতিমত পরমব্রত এবং সৃজিতের পোশাক ঠিক করে দিচ্ছেন অভিনেত্রী। তবে কি…

Swastika

Swastika: দুই প্রাক্তনের মাঝে বেজায় পার্টি মুডে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়! তবে শুধু বার্তালাপ নয়, রীতিমত পরমব্রত এবং সৃজিতের পোশাক ঠিক করে দিচ্ছেন অভিনেত্রী। তবে কি এবার নতুন সমীকরণ এর হদিশ মিলবে? নাকি টলি দুনিয়ায় আসতে চলেছে নতুন সিনেমা? আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটাই জেনে নিন বিস্তারিত।

বিনোদন জগতে এক অন্যতম উজ্জ্বল মুখ হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বলি দুনিয়া হোক কিংবা টলি দুনিয়ায় তাঁর অভিনয়ের সুখ্যাতি প্রতি তারকার মুখে মুখে রটছে। এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও বেশ রাজত্ব চলছে তাঁর। অভিনেত্রীর আরও একটি স্পষ্ট গুণ হল তিনি খুবই স্পষ্টবাদী। তাইতো বরাবর চর্চার কেন্দ্রে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্ট দেখে বেশ আশ্চর্য হচ্ছেন নেটিজেনরা। যেখানে অভিনেত্রীকে তাঁর দুই প্রাক্তন পরমব্রত চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে খোস মেজাজে দেখা গিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

Advertisements

গতকাল ছিল হইচইয়ের লেট নাইট পার্টি। সেখানে স্বস্তিকাকে দেখা গেল এক রঙিন মুডে। পরনে ছিল বেগুনি রঙের শাড়ি। চুলে বাঁধা খোঁপা, চোখে চশমা। এদিকে পরমব্রত ও সৃজিতও বেশ নজরকাড়া লুক নিয়ে এসেছিলেন পার্টিতে। যখন ছবি তোলার প্রসঙ্গ আসল তার আগে স্বস্তিকাকে দেখা যায় পরমের জ্যাকেটের চেন খুলে দিতে। তবে শুধু পরম নয় যত্ন করে সৃজিতের গলায় থাকা মাফলারখানাও বেশ সুন্দর করে পরিয়ে দেন। ব্যাস, চলল চমকপ্রদ ফটো সেশন। যা এই মুহূর্তে হয়ে উঠেছে ট্রোলারদের হট টপিক।