ঈদের দিনই আমিষ নিরামিষ নিয়ে বাঁধালেন ঘোর বিতর্ক। শুধু তাই নয়, জল গড়াল সমাজমাধ্যমের বাকবিতণ্ডায়। জানা গিয়েছে, একটি ফুদ ব্লগার ঈদের দিন পোস্ট করেছিলেন যে, ”আমি গর্বিত, আমি নিরামিষশী।”সেই পোস্টের বিরুদ্ধে গর্জে উঠলেন স্বরা ভাস্কর।
বখরি ইদের দিন নলিনী উনাগর নামের ফুড ব্লগার এই ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লেখেন, ‘‘আমি গর্বিত কারণ আমি নিরামিষাশী। আমার থালায় কারও চোখের জল নেই। আমার থালায় নিষ্ঠুরতা ও অপরাধ নেই।’’ এই পোস্ট দেখেই ওই ফুড ব্লগারকে পাল্টা দেন স্বরা। তিনি আন্দাজ করেন, ইদ বলেই এই পোস্ট করেছেন ফুড ব্লগার।
Honestly… I don’t understand this smug self righteousness of vegetarians. Your entire diet is made up of denying the calf its mother’s milk.. forcibly impregnating cows then separating them from their babies & stealing their milk. You eat root vegetables? That kills the whole… https://t.co/PqHmXwwBTR
— Swara Bhasker (@ReallySwara) June 16, 2024
স্বরা তাঁর পোস্টে লেখেন, ‘‘সত্যি বলছি, আমি নিরামিষাশীদের এই আত্ম-ধার্মিকতার ঔদ্ধত্য বুঝতে পারি না। আপনার ডায়েটে যা যা খাবার থাকে, তার জন্য একটা বাছুর নিজের মায়ের দুধ ঠিক করে খেতে পারে না। জোর করে গরুদের সন্তানধারণ ক্ষমতা ছিনিয়ে নিচ্ছেন, শিশুদের থেকে সেই মা-গরুদের আলাদা করে নিচ্ছেন নিজে দুধ খাবেন বলে।’’
এখানেই থেমে যাননি স্বরা। বখরি ইদের দিনই নিরামিষ খাবার নিয়ে এই পোস্ট করার কারণে একহাত নিয়েছেন ফুড ব্লগারকে। অভিনেত্রী আরও যোগ করেন, ‘‘মাটির তলার সবজি খান? এর ফলে তো পুরো গাছটাই নষ্ট হয়ে যায়। বখরি ইদ বলে আপনার এই পুণ্যবোধ জেগে উঠেছে। আপনি একটু শান্ত হোন।’’