বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনাটি সম্প্রতি তোলপাড় সৃষ্টি করেছে। ১৬ জানুয়ারি ভোর রাতে সইফ ও তার স্ত্রী কারিনা কাপুরের বাড়িতে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকা এই ব্যক্তি সইফ আলি খানের সঙ্গে ঝগড়া শুরু করে। পরে ছুরি দিয়ে সইফকে আক্রমণ করে। এই হামলার পরপরই পুলিশ (Police investigation) হামলাকারীকে ধরতে তৎপর হয়ে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে। ১৭ জানুয়ারি অবেশেষ পুলিশের জালে পরে হামলাকারি। বর্তমানে তাকে হেফাজতে নেওয়া হয়।
তবে এসবের মাঝে পুলিশের তদন্তে (Police investigation) উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাইফ আলি খানের বাড়িতে হামলার আগে এই ব্যক্তি শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি মান্নাতের আশপাশে গিয়েছিল। সেখানেও কিছুক্ষণ অবস্থান করে সে, তবে তার নিরাপত্তার চেকপয়েন্টগুলো এড়িয়ে যেতে পারেনি। সইফ আলি খানের বাড়িতে হামলার পর পুলিশের তদন্তে আরও তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে হামলাকারী প্রথমে শাহরুখ খানের বাড়ির কাছে রেকিং করেছিল।
VIDEO | Attack on Saif Ali Khan: CCTV footage shows the alleged attacker fleeing the building through staircase.
(Source: Third Party)#SaifAliKhanInjured pic.twitter.com/VHpAenxFdu
— Press Trust of India (@PTI_News) January 16, 2025
সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়ির ভবনের সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন হামলাকারী শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি মান্নাতেও ঢোকার চেষ্টা চালিয়েছিল। এটি পুলিশের কাছে একটি চাঞ্চল্যকর তথ্য। যদিও শাহরুখ খানের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, তার ব্যক্তিগত প্রহরী দল এবং দেহরক্ষীরা সর্বদা প্রস্তুত থাকেন।
উল্লেখ্য, হামলার সময় সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে কথোপকথন করতে গিয়ে আক্রমণকারী তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে সইফ গুরুতর জখম হন। হামলাকারী সাইফের থেকে এক কোটি টাকা দাবি করেছিল বলেও জানা গেছে। বর্তমানে তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অস্ত্রোপচারও সফল হয়েছে। সাইফের অবস্থা এখন শঙ্কামুক্ত।