Munawar Faruqui : অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন মুনাওয়ার

Comedian Munawar Faruqui standing in front of a microphone on stage

সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কৌতূকশিল্পী মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। উল্লেখ্য, জনপ্রিয় কমেডিয়ানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছিল মধ্যপ্রদেশ পুলিশ। হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

সেই মামলাতেই এদিন জামিনে মুক্ত হলেন তিনি। এইসঙ্গে এদিন দুই বিচারপতির বেঞ্চ কৌতূকশিল্পীর বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা ইন্দোরে স্থানান্তরিত করেছে।

বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় কারোলের বেঞ্চ নির্দেশ দেয়, ‘তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে এই আদালতের বিগত আদেশ এবং সমস্ত অভিযোগ ইন্দোরে স্থানান্তরতি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছি’।

   

আরও একটি মামলায় ফারুকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেছিল দিল্লি পুলিশ। ওই মামলাতেও তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জানুয়ারি ফারুকিকে (Munawar Faruqui) গ্রেপ্তার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছিল। মুনাওয়ারের সঙ্গে আরও চার জন কমেডিয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা হলেন নলিন যাদব, এডভিন অ্যন্টনি, প্রখর ব্যাস এবং প্রীতম ব্যাস।

সকলের বিরুদ্ধে অভিযোগ, একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তাঁরা। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর এই অভিযোগ এনেছিলেন। তার ভিত্তিতে শিল্পীদের গ্রেপ্তার করা হয়েছিল।

নিম্ন আদালতে ফারুকির জামিনের আবেদন খারিজ হয়েছিল। পরবর্তীকালে মধ্যপ্রদেশ হাই কোর্টও ছাড় পায়নি সে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন জনপ্রিয় কৌতূকশিল্পী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন