সানি লিওন (Sunny Leone) নামটা শুনলেই আপনার চোখে প্রথমেই ভেসে ওঠে অভিনেত্রীর সেই সেক্সি ফিগার, তার সেক্সি পোশাক। একইসঙ্গে তিনি তার জীবনের অতীত পিছনে ফেলে এসে অসাধারণ মা হয়ে উঠেছেন। সঙ্গে চালিয়ে যাচ্ছেন তাঁর অভিনয়ের কাজ।
এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হল সানির একটি ভিডিও। বলিউডের সানিলিওন প্রায়ই তার চেহারা নিয়ে আলোচনার তুঙ্গে উঠে থাকেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে অভিনেত্রীকে দেখা গিয়েছে লুঙ্গি পড়ে ডাক্তারি ফলাতে।
ভিডিওতে দেখা গিয়েছে সানি লিওন তার এক রোগীকে চিকিৎসা করছেন। যদিও ভিডিওটি একটি শুটিং সেটে। যেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর লাল ব্লাউজ ও নীল রংয়ের লুঙ্গিতে নিজের ভ্যানিটি ভ্যানে রয়েছেন। তার পোশাকে তাকে অসাধারণ একটা লুক ক্রিয়েট করেছে। পাশাপাশি ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, সানির ড্রেসিং টেবিলের সামনে বসে রয়েছেন একজন ব্যক্তি। যে হাঁটুতে চোট পেয়েছেন।
View this post on Instagram
সেই ব্যক্তির ওপর সানিলিওন একটি তরল ঢেলে দিচ্ছেন, বলা যেতে পারে ওষুধ ঢেলে দিচ্ছেন। আর ওষুধ দিতেই ব্যক্তিটি ব্যাথায় চিৎকার করে ওঠেন। আর সেই চিৎকারেই মজা লোটেন সানি।
আর এই ভিডিওটি ভক্তদের বেশ আকর্ষিত করেছে। ভিডিওটি পোষ্টের কিছুক্ষণের মধ্যে লক্ষাধিক ভিউ হয়ে যায়। অনেকেই মজা করে ক্যাপশনে লেখেন ‘ডক্টর লিওন’।