Gadar 2: রকেট গতিতে গদর ২ ঢুকল ৩০০ কোটির ঘরে

বলিউড অভিনেতা সানি দেওলের (Sunny Deol) ছবি ‘গদর ২’ (Gadar 2) জমজমাট আয় করেই চলেছে। এই ছবিটি বড় চলচ্চিত্রকে হার মানিয়েছে। দর্শকরা ক্রমাগত ‘গদর ২’…

Gadar 2: রকেট গতিতে গদর ২ ঢুকল ৩০০ কোটির ঘরে

বলিউড অভিনেতা সানি দেওলের (Sunny Deol) ছবি ‘গদর ২’ (Gadar 2) জমজমাট আয় করেই চলেছে। এই ছবিটি বড় চলচ্চিত্রকে হার মানিয়েছে। দর্শকরা ক্রমাগত ‘গদর ২’ দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছে যাচ্ছেন। ‘গদর ২’ প্রতিদিন যে ধরণের কালেকশন (box office collection) করছে, তা দেখে বলা ভুল হবে না যে সেই দিন বেশি দূরে নয় যেদিন সানির ছবি ৫০০ কোটি আয় করবে।

সানি দেওলের ভক্তরা ক্রমাগত নজর রাখছেন ছবিটির সংগ্রহের দিকে। ‘গদর ২’-এর চমকপ্রদ আয় দেখে নির্মাতা ও স্টারকাস্টদের খুশির সীমা নেই। এরই মধ্যে ‘গদর ২’-এর অষ্টম দিনের কালেকশন সামনে এসেছে। ছবিটি ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। (Gadar 2 enters Rs 300 crore club) সানি দেওল এবং আমিশা প্যাটেলের ছবির প্রথম সপ্তাহান্তটি ছিল দর্শনীয়। এক সপ্তাহের মধ্যে ছবিটি ২৮৩ কোটির ব্যবসা করেছে।Gadar 2: রকেট গতিতে গদর ২ ঢুকল ৩০০ কোটির ঘরে

জানা যাচ্ছে ছবিটি দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার ১৯.৫০ কোটির ব্যবসা করেছে। যা দিয়ে ভারতে এখন পর্যন্ত ছবিটির আয় ৩০৪.১৩ কোটিতে উঠেছে। তবে এগুলো এখনও প্রাথমিক পরিসংখ্যান। গদর ২-এর ভক্তদের জন্য এই খবরটি খুবই ভালো। আর শুরু হয়েছে দ্বিতীয় সপ্তাহান্ত। শনিবার ও রবিবারের পরিসংখ্যান ছবিটিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে।

Advertisements

গদর ২ এই দুই দিন থেকে অনেক সুবিধা পেতে পারে। কারণ সানি দেওলের এই ছবির জন্য ভক্তদের মধ্যে প্রচুর ক্রেজ দেখা যাচ্ছে। একই সময়ে, অক্ষয় কুমারের ওএমজিও ধারাবাহিকভাবে প্রেক্ষাগৃহে রয়েছে। তবে গদর ২-এর কারণে এই ছবিটি আয় করতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবে অক্ষয়ের এই ছবিটি বেশ প্রশংসা পাচ্ছে। মানুষ ছবিটির গল্প পছন্দ করছে।