রাজ্যে নিরন্তর নারী নির্যাতনের ঘটনা নিয়ে সোচ্চার সুদীপ্তা-শ্রীলেখা, কী বললেন!

কলকাতার আরজি কর কাণ্ডে (R G Kar) তোলপাড় হয়েছে গোটা রাজ্য থেকে দেশ। এই নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সর্বস্তরের মানুষ। এই তালিকায় বাদ যায়নি…

srelekha-and-sudipta

কলকাতার আরজি কর কাণ্ডে (R G Kar) তোলপাড় হয়েছে গোটা রাজ্য থেকে দেশ। এই নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সর্বস্তরের মানুষ। এই তালিকায় বাদ যায়নি বিনোদন জগতও। ঘটনার প্রতিবাদের আগুন এখনও প্রজ্বলিত। কিন্তু বিভিন্ন রাজ্যের মহিলাদের উপর যৌন হেনস্থা, ধর্ষণ করে খুনের ঘটনার খবর সামনে এসেই চলেছে। নিউটাউন, জয়নগর, পটাশপুরের পর এবার পার্কস্ট্রিট। আর এই সমস্থ ঘটনাকে নিয়ে সমাজ মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন সুদীপ্তা-শ্রীলেখা (Sreelekha Mitra – Sudipta Chakraborty)।

সুদীপ্তা (Sudipta Chakraborty) পার্ক-স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ার যৌন হেনস্থার ঘটনায় সমাজ মাধ্যমে লেখেন, ‘পার্ক-স্ট্রিট থানার মহিলা সিভিক ভলান্টিয়ার যৌন হেনস্থা অভিযোগ জানিয়েছেন তাঁরই থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। কোচবিহারে মেখলিগঞ্জ ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা অভিযোগ জানিয়েছেন সেই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

   

এগুলো তো তবু জানা যাচ্ছে, কারণ রিপোর্ট হয়েছে।এই মহিলারা দ্বিধা দ্বন্দ্ব, লজ্জ্বা ভয় কাটিয়ে এগিয়ে এসেছেন তাই অভিযোগ নথিভুক্ত হয়েছে। বাকিগুলো? আরও বেশি হেনস্থার ভয়ে হাজার হাজার মহিলারা যেগুলো প্রকাশ্যে আনতেই চান না, সেগুলো? কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা মহামারীর আকার নিচ্ছে ক্রমশ!!’

অভিনেত্রী শ্রীলেখ মিত্র (Sreelekha Mitra) পটাশপুর এবং পার্ক-স্ট্রিটের ঘটনায় সমাজ মাধ্যমে সরব হয়েছেন। শ্রীলেখা লেখেন,‘পটাশপুর.…তারপর আবারো পার্ক স্ট্রিট ( remember) এবং আবার পুলিশ ….বিচার কার কাছে চাইবেন আদৌ উৎসবের মাঝে চাইবেন কিনা সেটাও ভাববার?’

পটাশপুরে ধর্ষকে পিটিয়ে মারার ঘটনায় শ্রীলেখা (Sreelekha Mitra) লেখেন, ‘ধর্ষককে পিটিয়ে মারলো গ্রামবাসীর..,মডেল গ্রাম পটাশপুর। যেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ, তখন এভবেই অসুর নিধোন করতে হোক, দুগ্গা দুগ্গা।’প্রসঙ্গত, কলকাতার আরজিকর কাণ্ডে প্রথম থেকে যে সমস্থ শিল্পীদের রাস্তায় দেখা মিলেছিল তার মধ্যে অন্যতম শ্রীলেখা এবং সুদীপ্তা ।